E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিশুদেরকে বিজ্ঞান মনষ্ক হিসেবে গড়ে তুলতে হবে : অসীম উকিল

২০১৯ এপ্রিল ২৩ ১৮:০২:৪৫
শিশুদেরকে বিজ্ঞান মনষ্ক হিসেবে গড়ে তুলতে হবে : অসীম উকিল

সমরেন্দ্র বিশ্বশর্মা কেন্দুয়া (নেত্রকোনা) : বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নেত্রকোনা-৩ আসনের এম.পি অসীম কুমার উকিল বলেছেন, উন্নত বাংলাদেশ গড়তে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে কোমলমতি শিশুদেরকে বিজ্ঞান মনষ্ক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, এজন্য শিক্ষকদেরকে সততা ও নিষ্ঠা ও আদর্শিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, সে লক্ষ্যে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিষ্টেম বিনামূল্যে বিতরন করা হচ্ছে।

অসীম কুমার উকিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এসব মূল্যবান বৈজ্ঞানিক সরঞ্জামাদি যাতে নষ্ট না হয়, অকেজো অবস্থায় পরে না থাকে সে জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকলকে আন্তরিক ও সচেতন থাকতে হবে।

মঙ্গলবার সকালে আটপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিষ্টেম বিতরণ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদা আক্তার।

এছাড়া এম.পি অসীম কুমার উকিল আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বলেন, চিকিৎসকরা সেবার মনোবৃত্তি নিয়েই লেখা পড়া করেছেন তাই জনগনের মানবিক কল্যানে আপনাদেরকে আন্তরিক ভাবে কাজ করতে হবে।

এ সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফ আহমেদ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পরে ২৮২ কৃষকের হাতে বিনামূল্যে সারবীজ তুলে দেন তিনি।

এসময় অসীম কুমার উকিল বলেন, কৃষিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দিলে জনগণের ভাগ্যের উন্নয়ন হয়।

এসময় কৃষি কর্মকর্তা মাসুদ রহমান প্রধান অতিথিকে নিয়ে এক কৃষকের হাতে “কম্বাইন হারভেষ্টার” মেশিন তুলে দেন।

(এসবি/এসপি/এপ্রিল ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test