E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাতক্ষীরায় স্বাস্থ্য সেবায় ধ্বস, ১৮ কোটি টাকা লোপাটকারীদের বিচার দাবি

২০১৯ এপ্রিল ২৩ ১৮:৫৩:৪১
সাতক্ষীরায় স্বাস্থ্য সেবায় ধ্বস, ১৮ কোটি টাকা লোপাটকারীদের বিচার দাবি

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় চিকিৎসা সেবায় মারাত্মক ধ্বস নেমেছে উল্লেখ করে  নাগরিক মঞ্চ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে  ডাক্তাররা সময় মতো হাসপাতালে উপস্থিত থাকেন না। তারা নানা কৌশলে রোগীদের দালাল চক্রের  মাধ্যমে সরিয়ে নিয়ে  নিজের চেম্বারে চিকিৎসার নামে তাদের কাছ থেকে গলাকাটা ফিস আদায় করছেন। এসবের প্রতিকার দাবি করে সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চ জেলা হাসপাতালের ১৮ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম লোপাটকারীদের চিহ্ণিত করে তাদের বিচার দাবি করেন।

মঙ্গলবার দুপুর একটায় সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এসব কথা তুলে ধরেন তারা। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান নাগরিক আন্দোলন মঞ্চের সদস্য হাফিজুর রহমান মাসুম। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠণটির আহবায়ক অ্যাড. ফাহিমুল হক কিসলু, অধ্যক্ষ সুভাষ সরকার , ওবায়দুস সুলতান বাবলু , নিত্যানন্দ সরকার, রওনক বাসার, আবেদার রহমান ,সুধাংশু শেখর সরকার, অধ্যক্ষ শিবপদ গাইন , পলাশ রহমানসহ কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে তারা বলেন, সদর হাসপাতালের এক্সরে মেশিন অকেজো, আলট্রাসোনো মেশিন অকেজো, ইসিজি মেশিন ভাল রেজাল্ট দেয় না। এমন নানা সমস্যার কথা তুলে ধরে তারা বলেন সরকার এই হাসপাতালের অনুকূলে কোটি কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম বরাদ্দ দিয়েছেন। অথচ তা ব্যবহারের অভাবে পড়ে থাকছে। এর জন্য যেসব ডাক্তার ও টেকনিসিয়ান দরকার তা এখানে নেই জানিয়ে তারা বলেন এর ফলে সাতক্ষীরার মানুষ চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছেন। এই হাসাপাতালের কিচেন ও টয়লেটে বিরাজ করছে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ এমন তথ্য তুলে ধরে বক্তারা বলেন অনেক সরকারি ডাক্তার ডায়গনস্টিক সেন্টার ও ক্লিনিক খুলে বসে আছেন।

জেলার মানুষের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ২০১৭/২০১৮ অর্থ বছরে সদর হাসপাতালের জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম ক্রয়ের জন্য সরকার তিনটি টেন্ডারে প্রায় ১৮ কোটি টাকা বরাদ্দ দেন। এই টাকার বিনিময়ে ১৫৯ প্রকারের চিকিৎসা সরঞ্জাম কেনার কথা। অথচ যে দিন ঠিকাদার ওয়ার্ক ওয়ার্ডার পেয়েছেন সেই দিনই মালামাল রিসিভ দেখিয়ে টাকা পরিশোধ দেখানো হয়েছে।

সার্ভে কমিটির সদস্যসহ কয়েকজনের সাক্ষর জালিয়াতির মাধ্যমে তৎকালিন সিভিল সার্জন ডাঃ তৌহিদুর রহমান, প্রধান করণিক আনোয়ার হোসেন ও স্টোর কিপার ফজলুর রহমান এ মালামাল আত্মসাৎ করেছেন। এসব অনিয়ম ও দূর্ণতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, দুদক চেয়ারম্যান এবং স্বাস্থ্য বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষন করেছেন।

দুর্নীতিবাজদের রক্ষার লক্ষ্যে সরকারি দলের ছত্রছায়ায় থাকা লুন্ঠনকারী দালালচক্রটি ২৩ এপ্রিল একই স্থানে একই সময়ে পাল্টা কর্মসূচি দেয়। তারা জানান সংঘাত সংঘর্ষ এড়াতে এই কর্মসূচি আজ ২৪ এপ্রিল বুধবার পালন করা হবে।

(আরকে/এসপি/এপ্রিল ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test