E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার বিষয়টি নিশ্চিত করতে হবে : সুজন

২০১৯ এপ্রিল ২৩ ১৮:৫৬:২৭
গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার বিষয়টি নিশ্চিত করতে হবে : সুজন

নীলফামারী প্রতিনিধি : সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, গণমাধ্যমকে সম্পূর্ণরূপে স্বাধীনভাবে কাজ করার বিষয়টি নিশ্চিত করতে হবে। কারণ গণমাধ্যমগুলোর উপর সরকারের করাল গ্রাস রয়েছে। তা থেকে মুক্ত হতে হবে।  ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন ছিল অশুভ আতাঁতের ফসল। এই ন্যাক্কারজনক দৃষ্টান্ত কারো জন্যই শুভ নয়, এটি কোন কল্যাণই বয়ে আনবেনা। ২০১৪ সালের নির্বাচনও ছিল একতরফা। যা দেশের ইতিহাসে কলঙ্কময় অধ্যায়।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে নীলফামারীর সৈয়দপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সুজন সৈয়দপুর কমিটি আয়োজিত বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও নাগরিক ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজুমদার আরো বলেন, ইতোপূর্বেও অনেক নির্বাচন একতরফাভাবে হয়েছে। তবে সেগুলোতে নির্বাচিত সরকার পরবর্তীতে সকল দলের মতামতের ভিত্তিতে কিছুদিনের মধ্যেই আবারও নির্বাচন দিয়েছিল। কিন্ত ২০১৪ সালের নির্বাচনে গঠিত সরকার তা করেনি। বরং কথা দিয়েও তারা কথা রাখেনি। এধরণের দৃষ্টান্ত গণতন্ত্রের জন্য চরম হুমকি স্বরুপ।

তিনি বলেন, ২০১৮ সালে সরকার, প্রশাসন, নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে অত্যন্ত অশুভ আতাঁত হয়েছিল, নির্বাচনকে একতরফাভাবে নিজেদের পক্ষে নেয়ার ক্ষেত্রে। এ কারণেই ভোট কেন্দ্রগুলো ভোটার শুন্য ছিল। জনগণ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

কোন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্থ হলে সে দেশে নানা অনিয়ম ও অরাজকতার বিস্তার ঘটে। এর ফলে রাষ্ট্রযন্ত্র দূর্নীতিগ্রস্থ হয়ে পড়ে। যার সুযোগ নিয়ে বিপথগামী চক্র প্রভাব বিস্তার করে পুরো রাষ্ট্রকে করায়ত্ব করতে তৎপর হয়।

তিনি সম্প্রতি শ্রীলংকায় সংঘটিত সিরিজ বোমা হামলার উদাহরণ টেনে বলেন, আমাদের দেশেও যদি গণতান্ত্রিক সুব্যবস্থা ফিরিয়ে আনা না হয় তাহলে এমন ঘটনার পূণ:বৃত্তি ঘটার আশঙ্কা রয়েছে। যা কারো জন্যই ভালো হবেনা। তাই অনতিবিলম্বে চলমান রাজনৈতিক প্রক্রিয়ার সংস্কার করতে হবে।

রাজনৈতিক সংস্কারের প্রয়োজনে শুরুতেই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। সেই সাথে
এজন্য নাগরিকদের ভাবনাগুলোকে একত্রিত করে সে অনুযায়ী একটি প্রস্তাবণা তৈরী করে তা সরকারসহ সকল রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের কাছে প্রেরণ করা হবে। সে জন্যই আজকের এই মতবিনিময় সভা।সর্বস্তরের নাগরিকদের এ বিষয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। একাজটি বেগবান করার জন্যই মূলত: সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন সুজনের সৃষ্টি। তিনি এক্ষেত্রে সৈয়দপুরের সকল নাগরিককে সুজনের সাথে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুজন সৈয়দপুর উপজেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা প্রকৌশলী (অব:) নুরুজ্জামান জোয়ারদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির জেলা প্রতিনিধি সাকির হোসেন বাদল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক, সাধারণ সম্পাদক এমএ করিম, প্রথম আলো প্রতিনিধি এমআর আলম ঝন্টু, দৈনিক নয়া দিগন্ত ও ফটো বাংলা এজেন্সির প্রতিনিধি মো: জাকির হোসেন প্রমুখ।

(এস/এসপি/এপ্রিল ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test