E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় অপরাধ দমনে সাংবাদিকদের সঙ্গে এসপির মতবিনিময়

২০১৯ এপ্রিল ২৪ ১৭:৫২:৫০
নওগাঁয় অপরাধ দমনে সাংবাদিকদের সঙ্গে এসপির মতবিনিময়

নওগাঁ প্রতিনিধি : জেলার ধর্ষণ, ইভটিজিং, মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে ও জঙ্গীবাদ প্রতিরোধে বুধবার দুপুরে নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জেলার পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, পিপিএম।

দেশের অন্যান্য জেলার তুলনায় নওগাঁ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল হলেও কোন সুযোগ সন্ধানী এই শ্বান্ত জেলাকে যাতে অশ্বান্ত করতে না পারে, সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন তিনি।

পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন পিপিএম। এসময় নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ রাকিবুল আখতার, ডিআইও-১ মোসলেম উদ্দিন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই নিউটন, ডিবি ইন্সপেক্টর একে শামসুদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ গোলাম সারোয়ার, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আনোয়ার হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নবির উদ্দিন, সহ-সভাপতি বিশ্বজিৎ সরকার মনি, প্রবীন সাংবাদিক এ্যাডভোকেট শেখ আনোয়ার হোসেন, মাসুদুর রহমান রতন, এসএম রায়হান আলম, আসাদুর রহমান জয়, মামুনুর রশীদ বাবু, সাদেকুল ইসলাম, শফিক ছোটন, আব্দুর রউফ পাভেল, আবু বক্কর সিদ্দিক, হারুনুর রশিদ চৌধুরী, আহাদ আলী প্রমুখ।

সভায় উপরোক্ত বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রতিরোধ কল্পে সাংবাদিক-পুলিশ ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।

(বিএম/এসপি/এপ্রিল ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test