E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন ও পথসভা

২০১৯ এপ্রিল ২৫ ১৪:২৬:১৭
ঈশ্বরদীতে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন ও পথসভা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বেসরকারি শিক্ষকদের বেতন হতে অবসর ভাতা ও কল্যাণ ট্রাষ্টের অর্থ শতকরা ৬ ভাগ হতে উন্নিত করে  ১০ ভাগ কর্তনের ঘোষণার প্রতিবাদে এবং শতভাগ উৎসব বোনাস প্রদানের দাবিতে বৃহস্পতিবার ঈশ্বরদীতে এমপিওভূক্ত বেসরকারি স্কুল-কলজের শিক্ষকরা মানবন্ধন ও পথসভা অনুষ্ঠিত করেছে। সকাল ১১টায় শহরের রেলগেটে বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে ঈশ্বরদীর সকল বেসরকারি মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষকরা অংশ গ্রহণ করেন।

এসময় সমিতির সভাপতি জমসেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস এবং পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু শিক্ষকদের দাবির প্রতি একাত্বতা প্রকাশ করেন। সমিতির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রিপনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রবি, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, প্রধান শিক্ষক নূর তরিকুল ইসলাম, মুক্তার হোসেন, শিক্ষক মোস্তাফিজুর রহমান মহররম, আবু শাহীন প্রমূখ। মানববন্ধন শেষে শিক্ষকরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদে যেয়ে প্রধানমন্ত্রী বরাবরে লিখিত স্মারকপত্র উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করেন।

(এসকেকে/এসপি/এপ্রিল ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test