E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মাদক জঙ্গি ও জুয়া নির্মূলে সর্বত্র প্রতিরোধ গড়ে তুলতে হবে’ 

২০১৯ এপ্রিল ২৫ ২৩:০৬:৫৭
‘মাদক জঙ্গি ও জুয়া নির্মূলে সর্বত্র প্রতিরোধ গড়ে তুলতে হবে’ 

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে পুরষ্কার প্রাপ্ত নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী (বিপিএম সেবা) বলেছেন, মাদক জঙ্গি ও জুয়া নির্মূলে পুলিশের প্রতিটি সদস্যকে সর্বত্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, একটি শান্তির এবং সুন্দর সমাজ গঠনের মাধ্যমে আগামীর সুন্দর বাংলাদেশ প্রত্যাশা সকলের। এ লক্ষ্য বাস্তবায়নে পুলিশের প্রতিটি সদস্যকে আরো অনেক বেশি মানবিক, আন্তরিক, একনিষ্ট হয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

মার্চ মাসে নেত্রকোনা জেলায় শ্রেষ্ঠ ইন্সপেক্টর হিসেবে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজীর হাতে সম্মাননা স্মারক তুলে দেয়ার সময় আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বুধবার জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি সভাপতিত্ব করছিলেন। পুলিশ সুপার আরো বলেন, মাদক জঙ্গি জুয়া ছাড়াও ইভটিজিং, নারী নির্যাতন প্রতিরোধে সমাজের সকলকে পুলিশের কাজে সহযোগিতা করতে হবে। এছাড়া দূর্ঘটনা রোধে সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শাহজাহান মিয়া, বিভিন্ন সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং ১০ থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টর তদন্ত সহ পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জেলায় শ্রেষ্ঠ ইন্সপেক্টর ছাড়াও পুলিশ সুপার বিভিন্ন কর্মকর্তাদের ভালো কাজের জন্য তাদের হাতেও পুরষ্কার তুলে দেন।

(এসবি/এসপি/এপ্রিল ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test