E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জকিগঞ্জে জুয়া খেলার অভিযোগে ১৬ জন আটক

২০১৯ এপ্রিল ২৭ ১৭:৪৩:০৮
জকিগঞ্জে জুয়া খেলার অভিযোগে ১৬ জন আটক

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : জকিগঞ্জ পৌরশহরের মুক্তিযোদ্ধা সংসদ ভবনের নীচ তলার মার্কেট থেকে জুয়া খেলার অভিযোগে শুক্রবার রাতে ১৬ জনকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

আটককৃতরা হলো মাছাইর চক গ্রামের আইনুল হক আনু, কেছরী গ্রামের শাহান আহমদ, গন্ধদত্ত গ্রামের শিবলু আহমদ, পীরেরচক গ্রামর সুমন আহমদ মিন্টু, আনন্দপুর গ্রামের আব্দুল জলিল, আব্দুল বাছিত, হাইদ্রাবন্দ গ্রামের আবুল আহমদ ও তার ছেলে সালমান আহমদ, রুবেল আহমদ, লামার গ্রামের বকুল আহমদ, কান্দির পারের এমাদ উদ্দিন, আনারসি গ্রামের হেলাল আহমদ, আব্দুল হান্নান, গদিরাশি গ্রামের হারিছ আহমদ, মাইজকান্দি গ্রামের মাসুক আহমদ, খিলসদরপুর গ্রামের রব উদ্দিন।

অভিযান পরিচালনাকারী জকিগঞ্জ থানার এসআই ইমরোজ তারেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের নিকট থেকে ভারতীয় শিলং তীর নামক জুয়া খেলার প্রধান উপকরণ ৫টি মোবাইল, নগদ টাকা ও কাগজপত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, তীর নামক জুয়া খেলার কারণে এলাকার যুব সমাজসহ অনেক ব্যবসায়ীরা ধংষের দিকে ধাবিত হচ্ছে। অনেকেরই অভিযোগ পুলিশের অভিযানে জুয়াড়ীরা আটক হলেও সহজেই জামিন পেয়ে তারা আবারো এসব অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে।

(এসপি/এসপি/এপ্রিল ২৭, ২০১৯)



পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test