E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সাধারণ মানুষের মঙ্গলে কাজ করে সমাজের উন্নয়ন করা সম্ভব’

২০১৪ জুলাই ২৫ ২১:০১:০৫
‘সাধারণ মানুষের মঙ্গলে কাজ করে সমাজের উন্নয়ন করা সম্ভব’

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সাধারণ মানুষের মঙ্গলে কাজ করে সমাজের উন্নয়ন ঘটানোয় সম্ভব। জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের মঙ্গলে কাজ করতে সমাজের সবার সহযোগিতা প্রয়োজন গতকাল বৃহস্পতিবার জকিগঞ্জে এমপি সেলিম উদ্দিনের সেচ্চাধীন ফাউন্ড ও ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্ধকৃত অনুদান, দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা, জকিগঞ্জ থানার ওসি জামসেদ আলম, জেলা জাপার সহ সভাপতি আব্দুশ শহীদ বশির, বাহার খন্দকার, আবুল হাসনাত, জেলা যুব সংহতির সদস্য সচিব মরতুজা আহমদ, উপজেলা জাপার সাধারণ সম্পাদক হেলাল লস্কর, পৌর জাপার সভাপতি ও পৌর প্যানেল মেয়র আব্দুল মালেক ফারুক, সাবেক সভাপতি আব্দুল জলিল মেম্বার, আব্দুছ সামাদ চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক মোস্তাক লস্কর, উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক জালাল আহমদসহ জাপার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে পৌর জাপার সভাপতি ও পৌর প্যানেল মেয়র আব্দুল মালেক ফারুকের সভাপতিত্বে পৌর শহরের আজিজিয়া কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি সেলিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাপা, পৌর জাপা, ইউনিয়ন জাপা, যুব সংহতি, ছাত্র সমাজসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ।

(এসপি/জেএ/জুলাই ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test