E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে ফের খুন 

২০১৯ এপ্রিল ২৮ ১৬:১২:৩৭
নড়াইলে ফের খুন 

রূপক মুখার্জি, নড়াইল : লোহাগড়া উপজেলার সারোল গ্রামে ছাগলে পাট গাছ খাওয়াকে কেন্দ্র করে একজন কৃষককে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। নিহত সৈয়দ আহম্মাদ আলী ওরফে লিপু (৪১) সারোল গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক সৈয়দ মরফুদ আলীর ছেলে।

খুনের ঘটনার পর দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন কমবেশি আহত হয়েছেন। সংঘর্ষের সময় প্রতিপক্ষের হামলায় ৩ টি বাড়ি ভাংচুর করা হয়। বর্তমান ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দিঘলিয়া ইউপির সারোল গ্রামের বর্তমান ইউপি সদস্য আশরাফুল আলম সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের সাবেক ইউপি সদস্য খোকন শেখ সমর্থিত লোকজনদের মধ্যে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্ধ-সংঘাত চলে আসছিল। গত শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে সাবেক ইউপি সদস্য খোকন শেখ সমর্থিত নিহত সৈয়দ আহম্মাদ আলী লিপুর ছাগলে প্রতিপক্ষ মিরাজ বিশ্বাসের ক্ষেত থেকে পাট খায়। এ ঘটনা নিয়ে উভয় পক্ষের লোকজনদের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছিল।

এর জের ধরে রোববার সকাল সাড়ে ৭ টার দিকে সৈয়দ আহম্মাদ আলী ওরফে লিপু স্থানীয় বৌ বাজার থেকে বাড়িতে ফেরার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা বর্তমান ইউপি সদস্য আশরাফুল আলম সমর্থিত বোরহান, সাইফুল, মিরাজ, সোহানসহ ৮/১০ জনের একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে এবং রামদা ও ছ্যান দা দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

এলাকাবাসী আহত লিপুকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে এবং অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল সাড়ে ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। লিপুর নিহতের খবর এলাকায় পৌঁছালে বিবাদমান দুটি পক্ষ ঢাল, সড়কি, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হোসনে আরা বেগম, হান্নান শেখ,কিবরিয়া মোল্যা, সকু , হীরাঙ্গীর,শান্ত, শরিফুল আহত হয়।

আহতদের লোহাগড়া, নড়াইল যশোর ও খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে বোরহান, শরিফুল, মিরাজ ও আশরাফুল আলমের বাড়িঘর ভাংচুর করা হয়। খবর পেয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

দুপুরে নড়াইলের পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরফুদ্দিন, লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সিকদার আঃ হান্নান রুনু ঘটনাস্থল পরিদর্শন করেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, এ ঘটনায় বর্তমান ইউপি সদস্য আশরাফুল আলমসহ দু’জনকে আটক করা হয়েছে এবং ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার বিকালে লোহাগড়া উপজেলার নোয়াগ্রামে প্রতিপক্ষের হামলায় কুয়েত প্রবাসী স্থানীয় আ’লীগ নেতা সৈয়দ মিজানুর রহমান (৪৮) নিহত হয়।

(আরএম/এসপি/এপ্রিল ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test