E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মাগুরায় কৃষক সুব্রত হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

২০১৯ এপ্রিল ২৯ ১৫:০৭:০৮
মাগুরায় কৃষক সুব্রত হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদরের রামদেরগাতি গ্রামে কৃষক সুব্রত প্রমানিক আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে অবৈধ সুদ ব্যবসায়ী নায়েব আলীর বিচার দাবীতে মাগুরায় সংবাদ সম্মেলন হয়েছে। জেলখানায় আটক নায়েব আলীর লোকজন ওই পরিবারটিকে মামলা তুলে নেয়ার জন্য নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে পরিবারের সদস্যরা। 

সোমবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি বিভূতোষ রায়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক সুব্রতর মা তৃপ্তি প্রামাণিক ও স্ত্রী পূর্ণিমা প্রামানিকসহ তাদের শিশু সন্তান শৈশব, তিন্নি ও তিতলী।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে দাবী করা হয়-অবৈধ সুদ ব্যবসায়ী নায়েব আলী অস্বাভাবিক হারের সুদের টাকার জন্য প্রান্তিক কৃষক সুব্রত প্রামানিক আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। ৪ বছর আগে ৩০ হাজার টাকা ধার নিয়ে প্রতি সপ্তাহে ৩ হাজার টাকা করে টাকা শোধ করা সত্বেও সম্প্রতি নায়েব আলী তাদের বসত ভিটা লিখে নেয়।

একই সঙ্গে সুব্রতর কাছে আরও ৩লাখ টাকা দাবী করে। এ অবস্থায় অসহায় সুব্রত গত ১৮এপ্রিল বৃহস্পতিবার সকালে ৩৭হাজার টাকা নিয়ে সবজি ব্যবসার মালামাল কিনতে মাগুরা যাওয়ার পথে তার কাছ থেকে টাকা কেড়ে নেয় নায়েব আলী। এতে সুব্রত ক্রমাগত মানসিক চাপে পড়ে বিষপানে আত্মহত্যা করে। এটি কোনক্রমেই একটি নিছক আত্মহত্যার ঘটনা নয় দাবী করে তারা এটিকে পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবী করেন। এ ঘটনায় সম্প্রতি নায়েব আলী গ্রেফতার হয়। কিন্তু নায়েব আলীর অবৈধ টাকার জোরে বিভিন্ন লোক মারফত ওই পরিবারটিকে নানা রকম হুমকি ধমকি দিচ্ছে। এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও উপযুক্ত বিচার দাবী করেন আয়োজকরা।

সুব্রত প্রামানিকের বিধবা স্ত্রী পূর্ণিমা প্রামাণিক জানান- পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে একদিকে আমাদের পরিবার মানবেতর জীবন যাপন করছে। অন্যদিকে, মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে নায়েব আলীর লোকজন অবৈধ টাকা ছড়াচ্ছে। এমনকি রাতের আধারে মুখে গামছা বেধে অপরিচিত লোকজন মটর সাইকেল নিয়ে তাদের বাড়ির আশপাশে ঘোরাঘুরি করে ভীতি সঞ্চার করার চেষ্টা চালাচ্ছে। তিনি প্রশাসনকে বিষয়টিতে দৃষ্টি দেয়া ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবি জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত অধিকার আন্দোলন মাগুরা জেলা কমিটির সভাপতি বলরাম বসাক, সাধারণ সম্পাদক উত্তম বিশ্বাস, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক রূপক আইচসহ অন্যরা।

(ডিসি/এসপি/এপ্রিল ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test