E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় বাল্য বিয়ের দায়ে বরসহ চারজনের বিভিন্ন মেয়াদে জেল

২০১৯ এপ্রিল ২৯ ১৬:১৪:১৭
মাগুরায় বাল্য বিয়ের দায়ে বরসহ চারজনের বিভিন্ন মেয়াদে জেল

মাগুরা প্রতিনিধি : মাগুরায় বাল্য বিয়ের দায়ে বরসহ চার জনকে বিভিন্ন মেয়াদে জেল দিয়েছে ভ্র্যামমান আদালত। আজ সোমবার দুপুরে ভ্র্যামমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান তার কার্যালয়ে এ সকলের উপস্থিতে সাক্ষ প্রমান গ্রহণ শেষে এ জেল প্রদান করেন।

আবু সুফিয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন রোববার রাতে সদর উপজেলার পাটকেল বাড়িয়া গ্রামে পারিবারিক আয়োজনে ১৩ বছর বয়সী এক কিশোরী বিয়ে সম্পন্ন হচ্ছে।

ফরিদপুর জেলার চন্ডিপুর গ্রামের পরিতোষ সরকারের ছেলে সুব্রত সরকার (২২) পরিবারিক আয়োজনে বরযাত্রী সহ কনে বাড়িতে বিয়ে করতে এসেছেন। বিয়ের অনুষ্টান থেকে পুলিশ বর-কনে, পুরোহিতসহ বিয়ের সাথে সংশ্লিষ্টদের আটক করে থানায় নিয়ে আসেন। পরে সোমবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান তার নিজ কার্যালয়ে ভ্র্যামমান আদালত পরিচালনা করেন।

এ সময় তিনি সকললের উপস্থিতে সাক্ষ প্রমানের ভিত্তিতে বর সুব্রত সরকারকে (২২) সাত দিন, বরের ভগ্নিপতি বাসুদেব সরকারকে পাঁচ দিন, মেয়ের ঠাকুর দা কিরণ কর্মকারকে পাঁচ দিন ও পুরোহিত বিকাশ চৌধুরীকে তিন দিনের কারাদন্ড প্রদান করেন।

অন্যদিকে কনের বয়স ১৮ বছর পুর্ণ না হওয়া পর্যন্ত তাকে দেখাশুনা জন্য একটি এনজিওকে দায়িত্ব দেওয়া হয়েছে।

(ডিসি/এসপি/এপ্রিল ২৯, ২০১৯)


পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test