E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহাদেবপুর পিতা-পুত্রের রহস্যজনক মৃত্যু

২০১৯ এপ্রিল ২৯ ১৮:০৫:৪২
মহাদেবপুর পিতা-পুত্রের রহস্যজনক মৃত্যু

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলার দড়িয়াপুর গ্রামে একইসঙ্গে পিতা-পুত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার দিনগত রাতে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন, দড়িয়াপুর গ্রামের বাসিন্দা অরুন কুমার কুন্ডু (৬৫) ও তার ছেলে চন্দন কুমুর কুন্ড (২৫)।

পুলিশ জানায়, রবিবার রাতে উপজেলার সদরের শিবগঞ্জ মোড়স্থ ব্যবসা প্রতিষ্ঠান আয়োজিত বনভোজনে খাওয়ার পর তারা নিজ বাড়িতে যায়। বাড়ি যাওয়ার পর পিতা-পুত্র অসুস্থ হয়ে পড়ে। প্রতিবেশীরা দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে রাত ১২ টার দিকে চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাত সাড়ে ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অরুন।

পরে চন্দনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে তাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। একই পিকনিকের খাবার খেয়ে সকলে সুস্থ থাকলেও এরা পিতা-পুত্র অসুস্থ হয়ে মারা যাওয়ার ঘটনাটি এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে। স্থানীয় সচেতনমহলের ধারনা ওই পিকনিকে তাদের শুধু পিতা-পুত্রকে হত্যা করার মানসেই শুধু তাদের খাবারেই বিষ মিশিয়ে থাকতে পারে। খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারনা করছেন চিকিৎসকরাও।

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ দুটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(বিএম/এসপি/এপ্রিল ২৯, ২০১৯)


পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test