E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হবে

২০১৯ এপ্রিল ২৯ ২৩:১৫:৪৭
জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হবে

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : উন্নত রাষ্ট্র ও জাতির গঠন বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ ও সম্পৃক্ত করণের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সোমবার বিকাল ৪ টায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। 

জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রেস ব্রিফিংয়ে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা তুলে ধরে বলেন, এসব উন্নয়ন কর্মকান্ডের গতিশীলতা ধরে রাখতে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হবে। তিনি বলেন, মৌলবাদ ও জঙ্গিবাদ একে অপরের সাথে সম্পৃক্ত। একজন মৌলবাদী যে কোন সময় জঙ্গিবাদে রূপান্তরিত হতে পারে।

তিনি সংবাদপত্রের মাধ্যমে বর্তমান সরকারের সকলপ্রকার উন্নয়ন কর্মকান্ড ও বিভিন্ন মেঘা প্রকল্পের বিষয় তুলে ধরা সহ জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। জেলা তথ্য কর্মকর্তা মোঃ মুখলেছুর রহমান বলেন, আমরা মুক্তিযুদ্ধের উত্তরাধিকার। স্বাধীনতার সুফল ভোগ করতে হলে আমাদের সকলকেই একনিষ্ট দেশপ্রেমিক হতে হবে।

তিনি বলেন, ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই গতিকে ধরে রাখতে সকলের প্রতি আহ্বান জানান।

উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ একটি বাড়ি একটি খামার, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ ও ১০ মেঘা প্রকল্পের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ শিরিন সুলতানা, কেন্দুয়া প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, রির্পোটার্স ক্লাবের সভাপতি আবুল কাশেম আকন্দ সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ।

(এসবি/এসপি/এপ্রিল ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test