E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে শিক্ষানবিশ আইনজীবীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০১৯ মে ০১ ১৮:৩১:২১
শরীয়তপুরে শিক্ষানবিশ আইনজীবীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে শিক্ষানবিশ আইনজীবীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে শরীয়তপুর সার্কিট হাউজের দক্ষিণ পার্শ্বের ধানুকা গ্রামের সুমন খানের বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা পুলিশকে কামড়ে পালানোর চেষ্টা করলে এতে ডিবি পুলিশের দুই সদস্য আহত হন।

আটককৃতরা হলো জেলার ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া গ্রামের মৃত শেখ মো. শহিদুল্লাহর ছেলে শেখ মো. মোর্তজা আলী (৪২)। মোর্তজা আলী বর্তমান ধানুকা গ্রামের সেকান্দার বেপারীর বাড়ির ভাড়াটিয়া অপরজন হলো শরীয়তপুর সদর উপজেলার পূর্ব ধানুকা গ্রামের হাজী মো. নুরুল হকের ছেলে মো. শফিউল আলম খান সুমন (৪০)। আটকৃত মোর্তজা শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির শিক্ষানবিশ আইনজীবী বলে জানা যায়। তিনি শরীয়তপুর জজ কোর্টের নবীন আইনজীবী আসিফ হোসেন সেজানের জুনিয়র হিসেবে কর্মরত বলে জানা গেছে।

শরীয়তপুর জেলা ডিবি পুলিশের ওসি মো. কবিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর সার্কিট হাউজ সংলগ্ন ধানুকা গ্রামের সুমন খানের বাসায় বুধবার বেলা সাড়ে ১১টার অভিযান চালায় ডিবি পুলিশের এসআই আশরাফুল সহ ডিবি পুলিশের একটি দল। তখন মোর্তজা ও সুমন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকৃত মোর্তজার কাছে ২২ পিচ ও শফিউল আলম খান সুমনের কাছে ৮ পিচ (মোট ৩০ পিচ) ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

তল্লাশির সময় আটককৃত মোর্তজার কামড়ে ডিবি পুলিশের কনেস্টবল আসিক ও বেলায়েত আহত হন। তারা শরীয়তপুর সদর হাসপাতলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি আরও বলেন, আটকরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধিন আছে। মামলা হওয়ার পর আটকৃতদের আদালতে পাঠানো হবে।

(কেএনআই/এসপি/মে ০১, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test