E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় শিক্ষককে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেল ৫ যুবক

২০১৯ মে ০১ ২২:৩৮:০৩
কেন্দুয়ায় শিক্ষককে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেল ৫ যুবক

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জয়কা সাতাশী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন চন্দ্র সরকারকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেল ৫ যুবক।

এদের মধ্যে রয়েছে জয়কা গ্রামের ফয়সাল (২৬), দ্বিনইসলাম (৩৪), চকপাড়া গ্রামের নিবির (১৯), মাসকা গ্রামের আলী হোসেন (২৫) ও রকি (২০)। আটককৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে পরিকল্পিত ভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফাঁসানোর দায় স্বীকার করেছে। এ ঘটনায় কেন্দুয়া থানার পুলিশের এ.এস.আই বিল্লাল হোসেন বাদী হয়ে মাদক আইনে ৫ জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। একই সঙ্গে তাদেরকে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

রবিবার বিকালে কেন্দুয়া থানা পুলিশ জয়কা সাতাশি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন চন্দ্র সরকারকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। গোপন সূত্রে পুলিশ খবর পায় বিদ্যালয়ের পাশে তার রেখে যাওয়া নিজস্ব মোটর সাইকেলে একটি নেকরার মধ্যে হিরোইন রয়েছে। থানায় আনার পর পুলিশ মোটর সাইকেলটি তল্লাশী করে হিরোইন সাদৃশ্য বস্তু খুঁজে পায়। তবে এলাকার ছাত্র অভিভাবক ও সুধি মহল এ নিয়ে ক্ষোভে ফেটে পড়ে। তারা সকলেই থানায় এসে বিষয়টির সঠিক তদন্তের দাবী জানায়।

এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন চন্দ্র সরকারও এ ঘটনা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক বলে দাবী করে সুষ্ঠু তদন্তও দাবী করেন। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ সুধিজনের কথা আমলে নিয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল বারি ভূঞা বকুলের জিম্মায় প্রধান শিক্ষককে ছেড়ে দেন। পরে পুলিশ চতুর্দিক থেকে এ বিষয় নিয়ে তদন্তে নামেন। বিদ্যালয়ের পাশে একটি দোকানের মালিক দ্বিন ইসলাম এ ঘটনার পর থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের সন্দেহ বাড়তে থাকে। এ সন্দেহের সূত্র থেকেই নিবির, আলী হোসেন, রকি, দ্বিন ইসলাম ও ফয়সালকে আটক করে।

বুধবার সকালে তাদেরকে নেত্রকোনা আদালতে পাঠালে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন চন্দ্র সরকারকে ফাঁসাতে গিয়েই ফেঁসে গেল ৫ যুবক।

তাদেরকে জিজ্ঞাসাবাদের সময় তারা পুলিশের নিকট এ তথ্য প্রকাশ করেছে। আটককৃত ৫ জনের বিরুদ্ধে পুলিশের এ.এস.আই বিল্লাল হোসেন বাদী হয়ে মাদক আইনে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে তাদেরকে আরো জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

(এসবি/এসপি/মে ০১, ২০১৯)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test