E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রমজানে বিদ্যুৎ ব্যবস্থা সুন্দর রাখার নির্দেশ দিলেন অসীম উকিল

২০১৯ মে ০৩ ১৮:৪৭:৩৬
রমজানে বিদ্যুৎ ব্যবস্থা সুন্দর রাখার নির্দেশ দিলেন অসীম উকিল

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনা-৩ আসনের এম.পি অসীম কুমার উকিল আসন্ন পবিত্র রমজান মাসে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ ব্যবস্থা সুন্দর রাখার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, এই রমজান মাসে যারা রোজা রাখবেন, তাদের তারাবির নামাজ সহ সেহেরী ও ইফতারীর সময় যাতে বিদ্যুৎ সরবরাহের কোন বিঘ্ন না ঘটে সেজন্য নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কেন্দুয়া অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার আক্তারুজ্জামান লস্করকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।

অসীম কুমার উকিল বলেন, প্রচন্ড এই গরমের মধ্যে যাতে রোজাদারদের বিদ্যুৎ নিয়ে কোন কষ্ট না হয় এ বিষয়ে শুধু আমার নির্বাচনী এলাকায় নয় সারা দেশেই সুন্দর ব্যবস্থা রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ মন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন।

শুক্রবার দুপুর ১২টায় কেন্দুয়া পৌর শহরের সাউদপাড়াস্থ এম.পি অসীম কুমার উকিলের নিজ বাসভবনে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কেন্দুয়া অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার আক্তারুজ্জামান লস্করের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

এসময় পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার এম.পি অসীম কুমার উকিলের দৃষ্টি আকর্ষন করে কেন্দুয়া উপজেলাধীন রামপুর এলাকায় কেন্দুয়া বিদ্যুৎ উপকেন্দ্র-২ জরুরীভাবে নির্মান সহ সার্বিক কাজ বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যুৎ মন্ত্রনালয়ে দায়িত্বে নিয়োজিত মন্ত্রী মহোদয়ের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

এরপর এম.পি অসীম কুমার উকিল এখানে বসেই বিদ্যুৎ মন্ত্রী নসরুল হামিদ বিপু এম.পি মহোদয়ের সঙ্গে মোবাইলফোনে কথা বলে বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া এম.পি অসীম কুমার উকিল সাগুলি গ্রামের কয়েকটি পরিবারে জরুরী বিদ্যুৎ সংযোগ দেয়া সহ উপজেলা সর্বত্র দ্রুতগতিতে শতভাগ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে পরামর্শ দেন।

তিনি পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার ও জেনারেল ম্যানেজারের দৃষ্টি আকর্ষন করে বলেন, যেখানে বিদ্যুৎ নিয়ে কোন সমস্যায় পড়বেন সেখানেই আমাকে জানাবেন আমি আমার সাধ্যমতো ক্ষমতা দিয়ে দ্রুতগতিতে তা সমাধান করব।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, কান্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল আওয়াল ভূঞা ও নওপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আওয়ামীলীগ নেতা তাজুল ইসলাম প্রমুখ।

(এসবি/এসপি/মে ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test