E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোনায়েম গাইন হত্যা : গ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য দুই গ্রাম

২০১৯ মে ০৪ ১৮:৫৩:৩২
মোনায়েম গাইন হত্যা : গ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য দুই গ্রাম

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নিহত মোনায়েম গাইন হত্যার ঘটনায় ১৯জনের নামসহ অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে মামলা করায় গ্রেফতার আতঙ্কে গোদাড়া ও বাটরা গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে। জমি লীজ দিয়েও হত্যা মামলায় জড়িয়ে পড়ে বিপাকে পড়েছেন জমির মালিকপক্ষ।

আশাশুনি উপজেলার বালিয়াপুর গ্রামের জনাব আলী, সাহেব আলীসহ কয়েকজন জানান, বালিয়াপুর মৌজার খোলচক বিলে ১৩ একর ৭২ শতকের মধ্যে আড়াই বিঘা জমি সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদ দখলে রেখে তার অংশের সাত বিঘা, আব্দুল হাকিম মোল্লা, আব্দুল বারি মোল্লা ও রকিব মোল্লার ১৪ বিঘা, আজাহারুল ইসলাম, আব্দুল হাই ও আব্দুল হাকামের ছয় বিঘা, নাজিরুল ইসলাম ও মুজিবর মোল্লার ছয় বিঘা এবং আকবর মোল্লা ও মোশাররফ মোল্লার ছয় বিঘা জমি গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে গোদাড়া গ্রামের আব্দুস সাত্তার সানার ছেলে শোভনালী ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজমুল কবীর লিটন সানা ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমানের কাছে এক বছরের জন্য লিজ দেন।

ওই জমির মধ্যে নজরুল গাইনের জবরদখলে থাকা ১২ বিঘা জমি তারা মাত্র এক লাখ ২০ হাজার টাকায় লিজ দেন। শ্রীকলস গ্রামের আপিলউদ্দিন ও গোদাড়া গ্রামের খালেকসহ কয়েকজনের কাছ থেকে ২৫ বছর আগে শহীদুল ইসলাম গাইন ও নজরুল ইসলাম গাইনরা কিনেছেন দাবি করায় আব্দুল হাকিমসহ তাদের শরীকরা আশাশুনি সহকারি জজ আদালতে মামলা করে(দেঃ ৫১/২০০১) বিবাদী গাইনদের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা পান।

ওই নিষেধাজ্ঞা আদেশের বিরুদ্ধে নজরুল গাইন ও তার শরীকগণ জেলা ও দায়রা জজ আদালতে আপিল করলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত নিম্ন আদালতের আদেশ বহাল রাখেন। এরপরও গাইন পরিবারের কাছ থেকে জমি দখলে নিতে পারেননি মোল্লা পরিবার। ওই জমি ছেড়ে দেওয়া নিয়ে থানায় ও এলাকায় কয়েকবার শালিসি বৈঠক হলেও সিদ্ধান্ত মানেন না নজরুল ইসলাম গাইন ও তার শরীকরা। বরং তাদেরই চাচাত ভাই রুহুল আমিনের কাছ থেকে এক লাখ ৯৫ হাজার টাকা বার্ষিক ইজারা নিয়ে আসছিলেন নজরুল ও তার শরীকরা।

তারা আরো জানান, বেদখল থাকা জমি কম টাকায় লিজ নিয়ে যুবলীগ নেতা লিটন ও আওয়ামী লীগ নেতা হাবিবুর দু’ লাখ টাকায় হস্তান্তর করেন চাপড়ার রাজুর কাছে। রাজু ওই জমি দখলে দেওয়ার জন্য যুবলীগ নেতা লিটনকে বলেন। সে অনুযায়ি আশাশুনি উপজেলার বসুখালি গ্রামের সামছুর রহমানের ছেলে নুরুজ্জামান ও কালিগঞ্জের নলতার আনছিুরের সঙ্গে চুক্তিবদ্ধ হন লিটনের চাচা শোভনালী ইউপি চেয়ারম্যান মোনায়েম সানা।

বিষয়টি জানতে পেরে নজরুল গাইন ২৮ এপ্রিল নুরুজ্জামান ও আনিছকে ১০ হাজার টাকা দেন। এরপর গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নুরুজ্জামান ও আনিছের নেতৃত্বে ১৬ জন সন্ত্রাসী খোলচক বিলে রুহুল আমিনের ইজারা নেওয়া ১২ বিঘা চিংড়ি ঘেরের দখল নেয়। পর দিন সকাল সাড়ে ৮টার দিকে নজরুল ইসলাম, মোনায়েম গাইন, নয়ন গাইনের নেতৃত্বে ৪০/৪৫জন সশস্ত্র সন্ত্রাসী বেদখল হওয়া ঘেরে হামলা চালায়।

নুরুজ্জামান ও আনিছ বাহিনীর সদস্যরা বারআনি পার হয়ে লতাখালি আব্দুল জলিলের ঘেরের মধ্য দিয়ে পালিয়ে যাওয়ার সময় আত্মরক্ষার্থে মোনায়েম গাইনকে পিটিয়ে ও কুপিয়ে মৃত ভেবে পানিতে ফেলে রেখে যায়। বুধবার দুপুর ১২টার দিকে মোনায়েম গাইন খুলনা মেডিকেল কলেজ এণ্ড হাসপাতালে মারা যান। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে পুলিশ আশাশুনির শোভনালী ইউপি চেয়ারম্যান গোদাড়া গ্রামের বদরউদ্দিন সানার ছেলে মোনায়েম সানা (৫৫), তার ভাই আশরাফ সানা(৬২) ও একই গ্রামের নুর আলী সরদার ওরফে আশু সরদারের ছেলে টুটুল ওরফে বাবুকে(৩৮) গ্রেফতার করে। হত্যাকাণ্ডে জড়িত না থাকলেও টুটুল ওরফে বাবুর বিরুদ্ধে চেয়ারম্যান মোনায়েম সানাকে আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে।

২৫ বছরেরও বেশি সময় ধরে শ্রীকলস গ্রামের আপিলউদ্দিন ও গোদাড়া গ্রামের খালেকসহ কয়েকজনের কাছ থেকে জমি কিনে ভোগদখলে থাকলেও মোল্লাদের নামে রেকর্ড ও নামপত্তন থাকায় তা সংশোধনের জন্য ট্রাইব্যুনালে মামলা করেছেন বলে দাবি করেছেন নজরুল গাইন। নিষেধাজ্ঞার বিষয়টি অস্বীকার না করলে মামলা সম্পর্কে এ প্রতিবেদকে সঠিক তথ্য দিতে পারেননি নজরুল ইসলাম।

এদিকে মামলার তদন্তকারি কর্মকর্তা ইসলামইল হোসেন জানান, কোন নিরীহ ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে না।

(আরকে/এসপি/মে ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test