E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পরিবারের দাবি চার দিন আগে করে আটক পুলিশ

কালিগঞ্জে পিস্তলসহ গুলিবিদ্ধ লাশ উদ্ধার

২০১৯ মে ০৫ ১৫:৪২:০৬
কালিগঞ্জে পিস্তলসহ গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পুলিশ নোবা সরদার নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। রবিবার সকাল সাতটার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা -সুলতানপুরের মধ্যবর্তী শেখ আব্দুস সাত্তারের দোকানের পাশে ধান ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশের পাশ থেকে একটি দেশী তৈরি পিস্তল, একটি রাম দা, একটি শাবল, এক রাউণ্ড তাজা গুলি ও এক রাউণ্ড গুলির খোসা উদ্ধার করেছে।

নিহত নোবা সরদার(৫৫) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাশিবাটি গ্রামের ঠাণ্ডাই সরদারের ছেলে।

নিহতের ছেলে লিটনের অভিযোগ, বুধবার সকাল ১০টার দিকে বাবা নোবা সরদারের সঙ্গে গ্রামের আব্বাসের হাটখোলা মোড়ে জনৈক আজগার সরদারের পুকুরে কচুরিপানা পরিষ্কার করার কাজ করছিলেন তারা। এ সময় কালিগঞ্জ থানার সহকারি উপপরিদর্শক তৌহিদুর রহমান ও থানার এক দালাল মোটর সাইকেলে এসে তার বাবাকে তুলে নিয়ে যায়। পরদিন বৃহষ্পতিবার ভগ্নিপতি উজিরপুর গ্রামের আজগার আলী ও স্থানীয় সাবেক ইউপি সদস্য ইসরাইল গাজীকে নিয়ে তিনি থানায় যান। পুলিশ তার বাবাকে আটকের কথা অস্বীকার করে। এমনকি তার ভগ্নিপতি আজগার আলীকে আটকে রেখে ৫০ হাজার টাকা চায়। টাকা না দিলে তাকে পকেটমারির একটি মামলায় চালান দেওয়ার কথা বলে সাত হাজার টাকায় মুক্ত করা হয়।

কাশিবাটি গ্রামের আব্বাসের হাটখোলার মুদি দোকানদার আশরাফুল ইসলাম, কবীর হোসেন, আজাদ হোসেন, রুবেল হোসেন, সিরাজুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য ইসরাইল গাজী বুধবার সকাল ১০টার দিকে আজগারের পুকুরে কচুরিপানা তোলার সময় কালিগঞ্জ থানার পুলিশ তৌহিদসহ দু’জন ছেলে লিটনের উপস্থিতিতে নোবা সরদারকে ধরে নিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন।

ভাড়াসিমলা ইউপি’ন ৬নং ওয়ার্ড সদস্য সামছুর রহমান জানান, রোববার সকাল ৬টার দিকে ভাড়াসিমলা ও সুলতানপুরের মধ্যবর্তী মুদি দোকানদার শেখ আব্দুস সাত্তারের দোকানের পাশে কালভার্ট সংলগ্ন ধানক্ষেতে একটি গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে স্থানীয়রা তাকে খবর দেন। বিষয়টি কালিগঞ্জ থানাকে অবহিত করলে পুলিশ সকাল সাতটার দিকে ওই লাশ উদ্ধার করে।

কালিগঞ্জ থানার উপপরিদর্শক সুধাংশু শেখর হালদারের দাবি, মালামাল ভাগাভাগিকে নিয়ে আভ্যন্তরীন কোন্দলকে ঘিরে নোবা সরদাােরর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। লাশের পরনে চেকের লুঙ্গি ও একটি লম্বা চেকের জামা ছিল। লাশের পাশ থেকে একটি রাম দা, একটি শাবল, একটি পিস্তল, এক রাউণ্ড তাজা গুলি ও এক রাউণ্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহতের বুকের ডান পাশে দু’টি গুলির চিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিহত নোবা সরদারের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় ভূমিহীন ছবিরণ হত্যা, আবুল হোসেন হত্যা, মীর আশরাফ আলী ও ইছহাক পাড় হত্যাসহ কমপক্ষে এক ডজন মামলা রয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে হত্যা ও অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা করবে।

(আরকে/এসপি/মে ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test