E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পুলিশের বিরুদ্ধে যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ

২০১৯ মে ০৫ ১৭:২৬:০৫
পুলিশের বিরুদ্ধে যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে মোবাইল ফোন ও ব্যাটারী চালিত অটো-চার্জার চুরির অভিযোগে এক যুবককে থানায় তুলে এনে নির্মমভাবে পিটিয়েছে পুলিশ। এতে সে গুরুতর আহত হলে তাকে প্রথমে মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্স, এরপর নওগাঁ সদর হাসপাতাল ও বিকেল সাড়ে ৩টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে স্বজনরা জানিয়েছে।

জানা গেছে, ভীমপুর গ্রামের খাজা উদ্দীন নামে এক ব্যক্তির মোবাইল ফোন এবং অটো-চার্জার চুরির অভিযোগে শনিবার রাতে উপজেলার ভীমপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে জাহিদুল ইসলামকে (৩৫) পুলিশ থানায় তুলে নিয়ে এসে নির্মমভাবে মারপিট করে। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থার আরো অবনতি ঘটলে রবিবার বিলে সাড়ে ৩টার দিকে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসকরা জাহিদুলের হার্টের সমস্যা বলে উল্লেখ করেছেন। জাহিদুল ইসলামের ভাই হায়দার আলী অভিযোগ করেন, তার ভাইয়ের মুখ থেকে মোবাইল ও অটো-চার্জার চুরির স্বীকারোক্তি নিতে গিয়ে পুলিশ তাকে নির্মমভাবে পিটিয়ে আহত করে।

এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন মারপিটের বিষয়টি অস্বীকার করে বলেন, থানায় নিয়ে আসার পর জাহিদুল ইসলাম অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

(বিএম/এসপি/মে ০৫, ২০১৯)


পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test