E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘সাতক্ষীরায় ১০০ সাইক্লোন সেল্টার নির্মাণ ও বেঁড়িবাধ মেরামত করা হবে’

২০১৯ মে ০৫ ১৯:১০:৪৪
‘সাতক্ষীরায় ১০০ সাইক্লোন সেল্টার নির্মাণ ও বেঁড়িবাধ মেরামত করা হবে’

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নে ঘূর্ণিঝড় ‘ফণী’র ছোবলে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

রবিবার বিকালে সদরের ধুলিহর ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

এসময় প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন,‘জননেত্রী শেখ হাসিনা একজন পূণ্যবতী মহিলা। শেখ হাসিনা মানব দরদী। ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের যেন কোন সমস্যা না হয় সেজন্য আমাদেরকে পাঠিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনা যতদিন দেশের ক্ষমতায় আছে ততদিন বাংলার অসহায় গরীব দুঃখী মানুষ কষ্ট পাবেনা। ক্ষতিগ্রস্থ মানুষ তারা ত্রাণ চাইনা তারা দূযোগ মোকাবেলায় মজবুত বেঁড়িবাধ চাই। খুব শীঘ্রই জেলার সকল বেঁড়িবাধ মেরামত করা হবে এবং দূর্যোগ মোকাবেলায় জেলায় ১০০ সাইক্লোন সেল্টার নির্মাণ করা হবে। প্রাকৃতিক দূর্যোগ ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় সাতক্ষীরায় সাহসীকতার সাথে খোঁজ-খবর নেওয়া ও সার্বিক বিষয়ে মনিটরিং করায় এমপি ও জেলা প্রশাসককে ধন্যবাদ জানান তিনি।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোহসীন, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম প্রমুখ।

এ সময় সদরের ধুলিহর ইউনিয়নের ২০০ জন অসহায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাউল, ৫০ জন কে শাড়ি ও ৫০ জনকে লুঙ্গি ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। এসময় দলীয়, প্রশাসনিক কর্মকর্তা ও ক্ষতিগ্রস্থ মানুষেরা উপস্থিত ছিলেন।

অপরদিকে ঘূর্ণিঝড় ফনির আঘতে ক্ষতিগ্রস্থ সাতক্ষীরার সুন্দরবন উপকুলীয় গাবুরা ইউনিয়নের চাদনিমূখা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রোববার দুপুরে এক হাজার মানষের মাঝে বাংলাদেশ নৌ বাহিনীর পক্ষ থেকে ত্রান বিতরন করা হয়েছে। প্রত্যেককে ১০ কেজি চাউল, দুই কেজি ডাল, ২ কেজি চিনি, ২ কেজি মুড়ি, ২ কেজি লবন, ২ লিটার তেল, ২ লিটার পানিসহ পানি বাহিত রোগের প্রয়োজনীয় ঔষধ স্যালাইন দেয়া হয়।

এসয়ময় উপস্থিত ছিলেন,নৌবাহিনীর সার্জেন লে: আসিফ হুসাইন,সাব লেপ্টলেন্ট রাশেদুর রহমানসহ স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা,জনপ্রতিনিধি সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

(আরকে/এসপি/মে ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test