E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘পাঞ্জাবিকে পরাজিত করেছি এখন মাদককেও পরাজিত করবো’

২০১৯ মে ০৬ ১৫:৪৬:৪৮
‘পাঞ্জাবিকে পরাজিত করেছি এখন মাদককেও পরাজিত করবো’

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে প্রেসক্লাব ও জেলা পুলিশের যৌথ আয়োজনে মাদক নির্মূলে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন আমরা পাঞ্জাবিদের সাথে লড়াই করে তাদেরকে পরাজিত করেছি এখন মাদককেও পরাজিত করবো।

সোমবার (৬ মে ) সকাল সাড়ে ১০টার দিকে শহরের প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত মতবিনিময়
সভায় বক্তারা মাদকের ভয়াবহ পরিণতি ও এর প্রতিকার নিয়ে বক্তব্য তুলে ধরে বলেন আমাদের যুব সমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষায় এখনই সবাইকে সোচ্চার হতে হবে। সভার শুরুতে মৌলভীবাজারের সিনিয়র সাংবাদিক ও মুক্তিযুদ্ধের গবেষক সরোয়ার আহমেদ তার বক্তব্যে বলেন রাজনৈতিক ছত্রছায়ায় মাদক ব্যাবসায়ীরা দিনদিন বেপরোয়া হয়ে উঠছে। তাই মাদক ব্যাবসায়ীদের পাশাপাশি তাদের গডফাদারদের চিহ্নিত করে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

সম্প্রতি মৌলভীবাজার শহরের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মুজিবুর রহমান জিতু পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। এর পর এক রাজনৈতিক নেতার সাথে নিহত জিতুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয় বিভিন্ন মহলে। বিষয়টির উপর ইঙ্গিত করে বক্তারা বলেন মাদক ব্যবসায়ীদের সাথে কোন রাজনৈতিক নেতার ছবি আমরা আর দেখতে চাইনা।

মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটির সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল ইসলাম, সহকারী পুলিশের সুপার (সদর সার্কেল) রাশেদুল ইসলাম, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণত সম্পাদক এসএম উমেদ আলী, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি শাহ অলিদুর রহমান, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসী ইকবাল আহমেদ।

এসময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(একে/এসপি/মে ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test