E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উপজেলা নির্বাচন : জলঢাকায় আ.লীগকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী জয়ী

২০১৯ মে ০৬ ১৫:৫৪:৫৮
উপজেলা নির্বাচন : জলঢাকায় আ.লীগকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী জয়ী

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদ নির্বাচনে যুবলীগের স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহেদ বাহাদুর (চিংড়ী মাছ) প্রতীকে ৪৭ হাজার ৯৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনছার আলী মিন্টু (নৌকা প্রতীকে) ৪০ হাজার ৯৫ ভোট পেয়ে পরাজিত হন।

এই উপজেলায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোটার সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ১৬৭ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ১৬ হাজার ৭৩৩ জন ও পুরুষ ভোটার এক লাখ ১৯ হাজার ৪৩৪ জন। এতে মোট ভোট কেন্দ্র ৮৯ টি।রবিবার (৫ মে)বিকেলে ভোট গ্রহন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রাতে বেসরকারী ভাবে জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম ওই ফলাফল ঘোষনা করেন।উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন আনছার আলী মিন্টু ও আব্দুল ওয়াহেদ বাহাদুর।

উল্লেখ্য, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে গত ১০ মার্চ জলঢাকা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভাইস চেয়ারম্যান পদে সেই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আইনি জটিলতার কারনে শুধু মাত্র চেয়ারম্যান পদে এখানে ভোট স্থগিত ছিল।আদালতের নির্দেশে রবিবার (৫ মে)চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

(এস/এসপি/মে ০৬, ২০১৯)



পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test