E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুমকি কেন্দ্রে জিপিএ-৫ পেয়েছে ২৬ পরীক্ষার্থী

২০১৯ মে ০৬ ১৭:৩১:০৫
দুমকি কেন্দ্রে জিপিএ-৫ পেয়েছে ২৬ পরীক্ষার্থী

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি এসএসসি পরীক্ষা কেন্দ্রে জিপিএ-৫ পেয়েছে ২৬জন পরীক্ষার্থী। এ কেন্দ্রের আওতাধীন ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পাশের হার বিবেচনায় পবিপ্রবি  ক্যাম্পাসের সৃজনী স্কুল এন্ড কলেজ সেরা শিক্ষা প্রতিষ্ঠানের গৌরভ অর্জণ করেছে। ২০টি জিপিএ-৫সহ তাদের পাশের হার ৯৮%। দ্বিতীয় অবস্থানে রয়েছে দুমকি আপ্তুন নেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এদের পাশের হার ৮৩%।

কেন্দ্র সচিব ও দুমকি আপ্তুন নেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন প্রকাশিত ফলাফল নিশ্চিৎ করে বলেন, কেন্দ্রে মোট ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৭শ’ ৩১জন পরীক্ষার্থীর মধ্যে ৫শ’ ৪জন উত্তীর্ণ হয়েছে। কেন্দ্রে পাশের হার ৬৮.৯২%। এ কেন্দ্রে ২৬জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। যার ২০টি পেয়েছে সৃজনী স্কুল এন্ড কলেজ, ৪টি দুমকি আপ্তুন নেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয় ও ২টি পেয়েছে চরবয়েড়া মাধ্যমিক বিদ্যালয়।

(এস/এসপি/মে ০৬, ২০১৯)


পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test