E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈদে তিন স্তরের নিরাপত্তার চাদরে সিলেট

২০১৪ জুলাই ২৬ ১৫:৫৩:৪৩
ঈদে তিন স্তরের নিরাপত্তার চাদরে সিলেট

সিলেট প্রতিনিধি : ঈদকে সুন্দর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

ঈদ উৎসবে যে কোনো ধরনের নাশকতা এড়াতে মাঠে নামানো হয়েছে পুলিশের ৩৫টি টিম। প্রতিটি টিমে একজন উপ-পরিদর্শকের (এসআই) নেতৃত্বে চার-পাঁচজন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। নারীদের নিরাপত্তায় প্রতি টিমে তিনজন করে নারী পুলিশও কাজ করছেন।

পোশাকধারী পুলিশ, সাদা পোশাকে গোয়েন্দা (ডিবি) ও বিশেষ শাখার (সিটিএসবি) পুলিশের সমন্বয়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠে রয়েছে র‌্যাবের টইল দলও। এছাড়া নিরাপত্তা দিতে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ টিমকে। নগরীর প্রবেশদ্বারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ২৮টি চেকপোস্ট বসানো হয়েছে।

চেক পয়েন্টগুলোতে সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশের এ তৎপরতা ঈদের দিন এবং তার পরের দিনও অব্যাহত থাকবে বলে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সূত্রে জানা গেছে।

সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওসি থেকে শুরু করে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামায়াতকে ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। এছাড়া নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. রহমতউল্লাহ বাংলানিউজকে বলেন, পুলিশের ৩৫টি টিম নগরবাসীর নিরাপত্তায় জন্য নিয়মিত ডিউটি পালন করছে। বিশেষ করে ঈদের জামাতকে ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

তিনি জানান, মহানগরীতে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। শহরের প্রবেশদ্বারগুলোতে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি করা হচ্ছে।

সব মিলিয়ে প্রশাসনের কঠোরতায় নগরবাসী শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. রহমতউল্লাহ।

(ওএস/এটিঅার/জুলাই ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test