E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে গ্রীল ও তালা ভেঙে সরকারি কার্যালয় তছনছ

২০১৯ মে ০৯ ১৯:১৮:২২
গৌরীপুরে গ্রীল ও তালা ভেঙে সরকারি কার্যালয় তছনছ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : গভীর রাতে দু’টি সরকারি অফিসের জানালার গ্রীল কেটে ভিতরে ঢুকে অফিসের আলমারি ও ফাইল কেবিনেট ড্রয়ারের তালা ভেঙ্গে গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করেছে দূর্বৃত্তরা। তবে কোন জিনিসপত্র চুরি করেনি দূবৃত্তরা।

বুধবার (৮মে) দিবাগত মধ্যরাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে পাশাপাশি অবস্থিত উপজেলা আনসার ভিডিপি এবং একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যালয়ে এ রহস্যজনক ঘটনাটি ঘটে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাকিবুল হাসান জানান, বুধবার রাতে জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা অফিসের ভেতর ঢুকে দুটি রুমে আলমারি ও ফাইল কেনিটে ড্রয়ারের তালা ভেঙ্গে কাগজপত্র তছনছ করে রেখে যায়। তবে অফিসের কোন জিনিসপত্র চুরি হয়নি। এ ঘটনায় বৃহস্পতিবার গৌরীপুর থানায় একটি জিডি করা হয়েছে।

উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ আল আামিন জানান, একই রাতে জানালার গ্রিল কেটে দূর্বৃত্তরা অফিসের ভেতরে প্রবেশ করে দুটি রুমের দরজার তালা, আলমারির তালা ও ফাইল কেবিনেটের তালা ভেঙ্গে কাগজপত্র তছনছ করে রেখে যায়। অফিসে কোন নগদ টাকা ছিলনা। কোন জিনিসপত্র চুরি হয়নি। এ ঘটনায় গৌরীপুর থানায় জিডি করা হয়েছে বলে জানান তিনি।

উপজেলা নিবার্হী অফিসার ফারহানা করিম বলেন, অফিসে কম্পিউটার, আসবাবপত্র ও দামি মালামাল থাকলেও দূবৃর্ত্তরা কোনো কিছু চুরি করেনি। তারা শুধু অফিসের কাগজপত্র তছনছ করে রেখে গেছে। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সাধারণ ডায়েরি গ্রহণের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দুটি অফিস পরিদর্শন করেছে। আমরা বিষয়টি তদন্ত করার পাশপাশি জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছি।

(এস/এসপি/মে ০৯, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test