E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপাহারে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০১৯ মে ১১ ১৭:৩১:০৬
সাপাহারে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি : শুক্রবার দিনগত রাতে নওগাঁর সাপাহার উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাবের একটি বিশেষ দল সাপাহার জিরো পয়েন্ট এলাকায় ঢাকাগামী যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে ৯৯ বোতন ভারতীয় ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে শুক্রবার রাতে সাপাহার হয়ে মাদকের একটি চালান মাদক ব্যবসায়ীরা ঢাকার উদ্যোশে রওনা হবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাত সাড়ে ৮ টার সময় সাপাহার জিরো পয়েন্ট ঢাকা বাস স্ট্যান্ডের যাত্রীবাহী বাস ছাড়ার পূর্ব মূহুর্তে অভিযান চালিয়ে ৯৯ বোতল ফেন্সিডিল সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের রাজনগর হাঙ্গামী গ্রামের ফরিদ উদ্দীনের ছেলে রাকিবুল হক (৩০), মইনুল হকের ছেলে কাজিম আলী(১৯) ও তোজাম্মেল হকের ছেলে জাহাঙ্গীর আলম(১৯)। রাতেই আটককৃতদের সাপাহার থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে বলে র‌্যাবের স্কোয়ার্ডন লিডার মুরাদ ও সাপাহার থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ নিশ্চিত করেন। গ্রেফতারকৃতদের শনিবার সকালে নওগাঁ আদালতে সোপর্দ করা হয়েছে।

(বিএম/এসপি/মে ১১, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test