E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর বরেন্দ্র্র অঞ্চলের নাগ ফজলী আমের ব্র্যান্ডিং পরিচিতি সভা

২০১৯ মে ১২ ১৭:০৪:১২
নওগাঁর বরেন্দ্র্র অঞ্চলের নাগ ফজলী আমের ব্র্যান্ডিং পরিচিতি সভা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বরেন্দ্র অঞ্চলের নাগ ফজলী আমের ব্র্যান্ডিং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় ধামইরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ শহীদুজ্জামান সরকার বাবলু এমপি। আলোচনা শেষে নাগ ফজলী আমের প্রচারের ব্র্যান্ডিং সাইন বোর্ড ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান ও আমচাষী দেওয়ান আব্দুল হান্নানের হাতে হস্তান্তর করা হয়। একই অনুষ্ঠানে ১শ’ ৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে আউশ ধানের বীজ এবং ৩২জন কৃষককে বীজ সংরক্ষণের জন্য ড্রাম বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, থানা আ’লীগর সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আলী হোসেন, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ জাকিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, পৌর কাউন্সিলর মুক্তাদিরুল হক মুক্তা, উদ্ভিদ সংক্ষরণ কর্মকর্তা আলেফ উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, নওগাঁর ধামইরহাট,পত্নীতলা, বদলগাছি ও জয়পুরহাট সদর উপজেলায় বর্তমানে ব্যাপকভাবে নাগ ফজলী আমের চাষ হচ্ছে। একটি নাগ ফজলী আমের ওজন ৩ শ’ থেকে ৪শ’ গ্রাম পর্যন্ত। পাতলা চামড়া এবং সরু বিচি যা অন্যান্য আমের চেয়ে আলাদা। মিষ্টতার দিক দিয়ে ন্যাংড়া ও আম্রপালি আমের সমতুল্য। এ আমে কোন আইশ না থাকায় খেতে খুবই সুস্বাদু। আম পাকার পরও শক্তভাব থাকায় সহজেই বাজারজাত করা সম্ভব।

(বিএম/এসপি/মে ১২, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test