E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রানীশংকৈলে বাউবি’র সেই পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অব্যহতি

২০১৯ মে ১৩ ১৬:৪২:১২
রানীশংকৈলে বাউবি’র সেই পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অব্যহতি

রানীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : রানীশংকৈলে বাউবি’র পরীক্ষা কেন্দ্রে উন্মুক্ত পরীক্ষায় উন্মুক্ত নকল শিরোনামে ১২ মে রবিবার খবর প্রকাশ হওয়ার পর।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল বিএম কলেজের পরীক্ষা কেন্দ্রের ৫সদস্য বিশিষ্ট্য কমিটি পরিবর্তন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আলী নবাবকে অব্যহতি প্রদান করেছেন পরীক্ষা কেন্দ্রের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদা।

গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা স্বাক্ষরিত ৫১৯নং স্মারকে পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ঐ কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কাদিরকে নিয়োগ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন অব্যহতি পাওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আলী নবাব।

এছাড়াও সভাপতি ইউএনও মৌসুমী আফরিদা সদস্য সহকারী আঞ্চলিক পরিচালক বাউবি উপ-আঞ্চলিক কেন্দ্র, ঠাকুরগাঁও। এবং ঐ কলেজের ইংরেজী বিভাগের শিক্ষক সেলিম রেজা ও মুনসেদ আলীকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট্য সংশোধিত কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।

এছাড়াও বাউবি’র শিক্ষা র্বোড থেকে একটি তদন্ত কমিটি আগামীকাল আসছে বলে একটি সুত্রে নিশ্চিত হওয়া যায়। উল্লেখ্য এই পরীক্ষা কেন্দ্রে বাউবি’র ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের র্বোড ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

তবে এ বিষয়টি নিয়ে চরমভাবে টালবাহানা করছেন ইউএনও মৌসুমী আফরিদা। তিনি গণমাধ্যমকর্মিদের এ বিষয়ে কোন বক্তব্য না দিয়ে টালবাহানা করে কোন রকম বিষয়টি ধামাচাপা দেওয়ার পায়তারা করছেন। উন্মুক্ত নকলের বিষয়টি নিয়ে বারবার তার দৃষ্টিগোচর করলেও তিনি সেভাবে বিষয়টি গুরত্ব দিচ্ছে না বলে অভিযোগ স্থানীয় গণমাধ্যমকর্মিদের।

(কেএ/এসপি/মে ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test