E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জেলা প্রশাসকের অপসারণ দাবি হবিগঞ্জ গ্রামবাসীর

২০১৪ জুলাই ২৬ ১৭:২২:৪৯
জেলা প্রশাসকের অপসারণ দাবি হবিগঞ্জ গ্রামবাসীর

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক লাঞ্ছিত হওয়ার ঘটনায় জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের অপসারণ দাবি করেছে পইল গ্রামবাসী।

শনিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার পইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ৪ সহস্রাধিক জনতার এক প্রতিবাদ সভায় বক্তারা এ দাবি জানান। পইল ইউপি চেয়ারম্যান সাহেব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আবিদুর রহমান, গোপায়া ইউপি চেয়ারম্যান মিজবাহুল বারী লিটন, বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, মন্দরী ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার ও রিচি ইউপি’র সাবেক চেয়ারম্যান আতাউর রহমান নিম্বর প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনা নিয়ে হবিগঞ্জ সদর উপজেলার রিচি এবং সুলতান মাহমুদপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রামের শতাধিক লোক আহত হয়। সংঘর্ষের ঘটনাটি সালিশে নিস্পত্তির উদ্যোগ নিতে জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের অনুরোধে ওই রাতেই রিচি গ্রামে যান হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, মন্দরী ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকারসহ কয়েকজন জনপ্রতিনিধি।

এসময় রিচি গ্রামের কতিপয় ব্যক্তি তাদের উপর হামলা চালায়। হামলায় মন্দরী ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার আহত হন। এ সময় হামলাকারীরা উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকসহ অন্যান্যদের লাঞ্ছিত করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জেলা প্রশাসকের অনুরোধে উপজেলা চেয়ারম্যানসহ অন্যান্য ব্যক্তিরা রিচি গ্রামে গেলেও হামলার ঘটনায় প্রশাসন এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি। এ ঘটনার জন্য জেলা প্রশাসককে দায়ী করে তার অপসারণ দাবি করেন তারা। সভায় উপস্থিত হাজারো জনতা রিচি গ্রামের কতিপয় ব্যক্তির এমন অশালীন আচরণের জন্য সভাস্থলে রিচি গ্রামবাসীর উদ্দেশ্যে ৩ বার করে প্রতীকি থুথু নিক্ষেপ করেন।

সভায় সিদ্ধান্ত হয়, আগামি ৩ আগস্টের মধ্যে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া না হলে ৪ আগস্ট সকালে হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে সর্বস্তরের জনতার এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সভায় পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

(পিডিএস/জেএ/জুলাই ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test