E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদকে ভাসছে উপকূলীয় জনপদ, নেশায় বুদ হয়ে আছে যুবসমাজ!

২০১৯ মে ১৪ ১৪:০০:৫১
মাদকে ভাসছে উপকূলীয় জনপদ, নেশায় বুদ হয়ে আছে যুবসমাজ!

অমল তালুকদার, বরগুনা : ইয়াবা-গাঁজা সহ নানা নামে কিংবা ছদ্মনামে এখন সয়লাব দেশের দক্ষিন জনপদের মাদকের বাজার। উঠতি তরুণ আর যুবসমাজের বড় একটি অংশ জড়িয়ে পরেছে এই মরন খেলায়। উপকূলীয় অঞ্চলের সড়ক আর নৌপথ দুটোকেই ট্রানজিট হিসাবে ব্যহার করছে মাদক পাচারকারীরা।

বরগুনা আর ঝালকাঠী পুলিশের বিশেষ অভিযানে পর পর বেশক'টি মাদকের চালান এবং পাচারকারিদের আটক করা হয়েছে।

সর্বশেষ রবিবার রাতে ঢাকার সায়েদাবাদ থেকে বরগুনার পাথরঘাটার উদ্দেশ্যে ছেড়ে আসা বনফুল পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে ঝালকাঠী পুলিশ ৮৬৬পিচ ইয়াবাসহ রেনু বেগম নামে ১ মাদক পাচারকারীকে আটক করে বলে জানাগেছে।

ঝালকাঠী সদর থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গাইন খবরটি নিশ্চিত করে সাংবাদিকদের জানান,নির্ভরযোগ্য সূত্রের তথ্যমতে আমরা ওই যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে পাথরঘাটার পেশাদার নারী মাদক পাচারকারীকে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়েছি।

পরে খোঁজনিয়ে জানাগেছে, পাথরঘাটা পৌরশহরের ফেরীঘাট এলাকার গাজা রুস্তমের স্ত্রী ঝালকাঠী পুলিশের হাতে ইয়াবাসহ আটক ওই রেনু বেগম। তাদের গ্রামের বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের নিজলাঠিমারা এলাকায়।
এদিকে বরগুনা পুলিশের বিশেষ অভিযানে পাথরঘাটার হাতেমপুর কাজিবাড়ি এলাকা থেকে হেলাল কাজি নামে ১ ইউপি সদস্য সহ ৩জনকে ইয়াবা সহ আটক করে। পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ হানিফ সিকদারকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য এলাকাবাসী ধন্যবাদ জানিয়েছেন। পর পর বেশক'টি অভিযানে ইয়াবাখোড় গাজাখোড়দের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশকে ধন্যবাদ জানিয়ে নানা কথা লেখা হচ্ছে।কেউ কেউ লিখছেন পুলিশ ইচ্ছে করলেই মাদক নির্মুল করতে পারে! দেশের দক্ষিণ জনপদকে মাদকসেবী আর পাচারকারীরা যেনো নিরাপদ রুট কিংবা ঘাটি হিসাবে ব্যবহার করতে না পারে এই জনপদের মানুষের দাবী এতটুকুই

(এটি/এসপি/মে ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test