E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে বাল্য বিয়ে বিরোধী ক্যাম্পেইন 

২০১৯ মে ১৪ ২০:০৪:১৩
মাদারীপুরে বাল্য বিয়ে বিরোধী ক্যাম্পেইন 

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর পৌরসভা মিলনায়তনে মঙ্গলবার বেলা ১১টায় বাল্য বিয়ে বিরোধী ক্যাম্পেইন ও করণীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর পৌরসভা ও লিগাল এইড এসোসিয়েশনের যৌথ আয়োজনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুদ্দিন গিয়াস। বাল্য বিয়ের কুফল ও প্রতিরোধে সরকারের পাশাপাশি সুশীল সমাজের প্রতিটি নাগরিক ও অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন সদর থানার ওসি (তদন্ত) মো. সিরাজুল হক সরদার, লিগাল এইড এসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী খান মো. শহীদ, নারী নেত্রী হুমায়রা লতিফ পান্না, মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক, মুক্তিযোদ্ধা আলহাজ জাহাঙ্গীর হোসাইন, মো. সালাহউদ্দিন খান সালু, ফরিদা ইয়াসমিন লাকী, লিগাল এইড এসোসিয়েশনের প্রকল্প সংশ্লিষ্ট লিয়াকত আলী, ইব্রাহিম মিঞা, আশিষ কুমার বৈদ্য, সরকারী নাজিমউদ্দিন কলেজের ছাত্রী নয়না আক্তার প্রমুখ।

এছাড়াও মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী ও সমাজের নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুদ্দিন গিয়াস তার বক্তৃতায় বলেন, ‘বাল্য বিয়ে আমাদের নিকাহ রেজিস্টার বা কাজীরা অনেকাংশে দায়ী। একজন কাজী ৭/৮টি করে রেজিস্টার ছেপে সাব-কাজী নিয়োগ করেন। এসব সাব-কাজী অবৈধভাবে নিয়ম-নীতির তোয়াক্কা না করে বাল্য বিয়ে পড়িয়ে থাকে। এমন প্রমাণ আমাদের হাতে আছে। এ ক্ষেত্রে কাজীদের দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।’

(এ/এসপি/মে ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test