E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জ সাব-রেজিস্টার অফিসে রহস্যজনক চুরি 

২০১৯ মে ১৫ ১৮:২৮:০৪
গোবিন্দগঞ্জ সাব-রেজিস্টার অফিসে রহস্যজনক চুরি 

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ সাব-রেজিস্টার অফিসে রহস্যজনক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা অফিসের মূল্যবান দলিল-পত্রাদি চুরি অথবা জাল দলিল ধামাচাপা দিতে এ চুরির ঘটনা ঘটিয়েছে বলে অভিজ্ঞমহল ধারনা করছে। এ চুরির ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে। 

গোবিন্দগঞ্জ সাব-রেজিস্টার অফিসের অফিস সহকারী মর্জিনা বেগম জানান, গত সোমবার দিবাগত রাতে এজলাসের পিছনের জানালার রড কেটে চোরেরা অফিসে প্রবেশ করে । পরদিন মঙ্গলবার সকালে পিয়ন অফিস খুলে দেখতে পায় বিভিন্ন কর্মকর্তার টেবিলের ড্রয়ার খোলা এবং কাগজপত্র মেঝেতে ছড়ানো ছিটানো। তবে আমাদের কোন কাগজপত্র খোয়া যায়নি। এরপর ঘটনাটি জেলা সাব-রেজিস্টার ও গোবিন্দগঞ্জ থানায় জানানো হলে জেলা সাব-রেজিস্টার ও পুলিশ এসে অফিস পরিদর্শন করে।

এ অফিসের নাইট গার্ড মেহেদী হাসান জানায়, সে যথারীতি রাতে ডিউটি করেছে। তবে সে সেহরীর সময় সেহরীর খেতে গিয়েছিল। রাতে কখন চোরেরা অফিসে ঢুকেছে বলতে পারিনা।

এ ব্যাপারে সাব-রেজিস্টার রফিউল আলম মুঠোফোনে চুরির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি এখন ব্যস্ত আছি। পরে কথা বলব। পরে আবার ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়।

গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক ও উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এ এ মতিন মোল্লা সাব-রেজিস্টার অফিস চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং জাল দলিলসহ দূনীতির আখড়া সাব-রেজিস্টার অফিস চুরির ঘটনাটি তদন্ত পূর্বক দোষী ব্যক্তিদের শাস্তির দাবী জানান

(এসআরডি/এসপি/মে ১৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test