E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদী স্বাস্থেেকন্দ্র তামাক মুক্ত করার লক্ষ্যে মতবিনিময় সভা

২০১৯ মে ১৫ ১৮:৫৫:৩৩
ঈশ্বরদী স্বাস্থেেকন্দ্র তামাক মুক্ত করার লক্ষ্যে মতবিনিময় সভা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী থানা স্বাস্থ্যকেন্দ্রকে তামাক মুক্ত করার লক্ষ্যে উন্নয়ন বিকল্প নীতি নির্ধারনী গবেষণা  প্রতিষ্ঠান (উবিনীগ) ও তামাক বিরোধী নারী জোট এর আয়োজনে ঈশ্বরদী উপজেলা মিলনায়তনে মঙ্গলবার বিকেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি ছিলেন ,স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ও জাতীয় তামাক নিয়ন্ত্রন সেলের সমন্বয়কারী খায়রুল আলম শেখ। উপজেলা নির্বাহী অফিসার আহাম্মদ হোনে ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা পাবনার উপ-পরিচালক মাসুদা একরাম উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, পাবনার ডেপুটি সিভিল সার্জন ডাঃ কে এম আবু জাফর, পৌর মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসমা খানম, ডাঃ আব্দুল বাতেন, গ্রান্টস ম্যানেজার,ক্যাম্পইন অব টোবাকো ফ্রি কিডস(সিটিএফকে) আব্দুস সালাম মিঞা, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান । পরিচালনা করেন উবিনীগ ও তাবিনাজ এর নির্বাহী পরিচালক ফরিদা খানম।

বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ডাক্তার,সাংবাদিক ও সুশিল সমাজের শতাধিক মানুষ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/মে ১৫, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test