E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ৪ বাড়িতে দূর্বৃত্তের আগুন

২০১৯ মে ১৭ ১৮:৫২:৪৯
বাগেরহাটে ৪ বাড়িতে দূর্বৃত্তের আগুন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলার রায়েন্দা ইউনিয়নের পশ্চিম খাদা গ্রামে গত দুদিনে সাংবাদিকের বাড়িসহ চার বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। দূর্বৃত্তদের দেওয়া আগুনে একটি গোয়াল ঘর, একটি জ্বালানি কাঠ সংরক্ষণের ঘর ও ৬টি খড়ের গাদা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে বিভন্ন গাছপালাও পুড়ে গেছে। একের পর এক এমন ঘটনায় ওই গ্রামের মানুষের মাঝে আগুন আতঙ্ক বিরাজ করছে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে খাদা গগণ মেমোরিয়াল দাখিল মাদরাসা সংলগ্ন আ. ছত্তার হাওলাদারের বাড়িতে একই সাথে চারটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনলেও গাদার বেশিভাগ খড় পুড়ে যায়।

এর আগে বিকেল ৩টার দিকে দৈনিক দিনকাল পত্রিকার শরণখোলা প্রতিনিধি নূরুজ্জামান শাহিনের বাড়িতে জ্বালানি কাঠ রাখার ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আগের দিন বৃহস্পতিবার ইফতারের সময় আ. হক তালুকদারের গোয়াল ঘর, একটি খড়ের গাদা এবং ওইদিন রাত ৯টার দিকে আমীর তালুকদারের একটি খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত সাংবাদিক নূরুজ্জামান শাহিন জানান, আগুনে চার পরিবারের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। পর পর চার বাড়িতে আগুন লাগার ঘটনায় গ্রাম জুড়ে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কখন কার বাড়িতে আগুন লাগে এমন আতঙ্কে রয়েছে সবাই।

এ ব্যাপারে রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান আসাদুজ্জামান মিলন জানান, ক্ষতিগ্রস্তদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। শত্রুতা বসত কেউ এ ঘটনা ঘটিয়েছে কিনা তার বের করার চেষ্টা চলছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শ করে জানান, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

(এসএকে/এসপি/মে ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test