E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

হাজার হাজার ভক্তের পদচারণায় মুখরিত শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতার মন্দির প্রাঙ্গণ

২০১৯ মে ১৯ ১৬:৩৪:১০
হাজার হাজার ভক্তের পদচারণায় মুখরিত শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতার মন্দির প্রাঙ্গণ

রূপক মুখার্জি, নড়াইল : বৈশাখী পূর্ণিমা তিথী উপলক্ষ্যে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতার ৩০ তম অভিষেক বার্ষিকী উপলক্ষ্যে কালিবাড়ি প্রাঙ্গণ সেজেছিল অপরূপ সাজে। হাজার হাজার ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয়ে পড়েছিল লক্ষ্মীপাশা শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতার মন্দির প্রাঙ্গণ। সে এক অপূর্ব দৃশ্য!

প্রতি বছরের ন্যায় এ বছরও জৈষ্ঠ্য মাসের ৩ তারিখে শনিবার অর্থাৎ ১৮ মে নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী ও প্রায় চার’শ বছরের প্রাচীন মন্দির শ্রী শ্রী সিদ্দেশ্বরী কালিমাতার মূর্তি সংস্কারের ৩০তম অভিষেক বার্ষিকী উৎসব হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এর উদ্ধোধন করেন সহকারী কমিশনার(ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও এম এম আরাফাত হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা পরিষদের সহ-সভাপতি মধুসূধন শীল, সাংগঠনিক সম্পাদক কিশোর রায়, কোষাধ্যক্ষ তপন বিশ্বাস, প্রচার সম্পাদক কাজল পাল, উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক প্রভাত কুমার বিশ্বাস প্রমুখ।

দিনব্যাপী উৎসবের অনুুষ্ঠান মালার মধ্যে ছিল বিশেষ পূজা অর্চনা, আনন্দ শোভাযাত্র, শিশু চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভা, মতুয়া সমাবেশ ও প্রসাদ বিতরণ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রী সুব্রত ঠাকুর। উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী কমল কৃষ্ণ বালার সভাপতিত্বে বক্তব্য রাখেন মন্দির পরিচালনা পরিষদের সহ-সম্পাদক সাংবাদিক রূপক মুখার্জি, বাংলাদেশ মতুয়া মহাসংঘের নড়াইল জেলা শাখার সভাপতি পরীক্ষিত শিকদার, সাধারণ সম্পাদক নিরঞ্জন ঘোষ, সহ-সভাপতি তপন মজুমদার, ইতনা বুড়ো ঠাকুরের গাছতলা মন্দির পরিচালনা পরিষদের সভাপতি শ্রী তমাল কুন্ডু প্রমুখ। পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরের পর আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

(আরএম/এসপি/মে ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test