E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে এনএসআই কর্মকর্তার হামলায় ব্যবসায়ি আহত

২০১৪ জুলাই ২৬ ১৯:৩৭:০৮
শেরপুরে এনএসআই কর্মকর্তার হামলায় ব্যবসায়ি আহত

শেরপুর প্রতিনিধি : শেরপুরে মটরসাইকেল ব্যবসায়ি ও চেম্বার অব কমার্সের নির্বাহী সদস্য আবু সাঈদ শামীমের কাছে চাঁদা না পেয়ে এনএসআই’র সহকারী পরিচালক আকরাম হোসেনের ক্ষুরের আঘাতে গুরুতর আহত হয়েছেন। সেই সাথে শামীমকে বাঁচাতে গিয়ে পুলিশের এএসআই রবিউল ইসলাম, দফাদার মুকুল হোসেন, শামীমের স্ত্রী মিতু বেগমসহ ৫ জন আহত হয়েছে। ওই এনএসআই কর্মকর্তাকে শেরপুর সদর থানা পুলিশ আটক করেছে। শনিবার দুপুরে দেড়টার দিকে শহরের গৌরীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ব্যবসায়ি শামীম গুরুতর অবস্থায় শেরপুর জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যরা হাসপাতালে চিকিৎসা নেয়।

আহত ব্যবসায়ি ও তার স্ত্রী মিতু বেগম জানায়, শনিবার দুপুরে শহরের গৌরীপুরস্থ বাসায় এনএসআই এর সহকারী পরিচালক মো. আকরাম হোসেন ঈদ উপলক্ষে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। এসময় টাকা দিতে অস্বীকার করায় ওই এনএসআই কর্মকর্তা শামীমকে ক্ষুর দিয়ে আঘাত করে। এসময় শামীমের স্ত্রী মিতু বেগম বাঁধা দিলে তাকেও আহত করে।

এদিকে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলিশের এএসআই রবিউল ইসলাম ও তার সঙ্গে থাকা দফাদার মুকুল হোসেন বিবাদ থামাতে এগিয়ে আসলে তাদের উপরও চড়াও হয় ওই এনএসআই কর্মকর্তা। এক পর্যায়ে আশপোশের লোকজন এসে এনএসআই এর ওই কর্মকর্তাকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।

অভিযুক্ত এনএসআই কর্মকর্তা আকরাম হোসেন জানান, চাঁদাবাজির অভিযোগ সত্য নয়। শামীমের বাড়ির সামনে একটি ভ্যান গাড়ী পার্কিং নিয়ে কথাকাটাকাটি’র জের ধরে শামীম ও তার স্ত্রী আমার উপর হামলা চালায় এবং স্থানীয় লোকজনদের ডেকে এনে আমাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে।

আহত শামীমের বড় ভাই ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এসএম ওয়ারেছ নাঈম জানান, আমার ভাইকে যেভাবে ক্ষুর দিয়ে আঘাত করা হয়েছে তাতে সে এখনও সংকটাপন্ন রয়েছে। আমরা এনএসআই এর ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

এ ব্যপারে অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান জানান, এনএসআই কর্মকর্তাকে আমরা আপাতত আটক করে থানায় নিয়ে রেখেছি। এ বিষয়ে এজাহার দাখিল করা হলে আইনগত দিক পর্যালোচনা করে মামলা গ্রহণ করা হবে।

(এইচবি/জেএ/জুলাই ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test