E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে আশ্রয়ন প্রকল্পে সন্ত্রাসী হামলা, আহত ৪

২০১৯ মে ২০ ১৬:১১:২৬
সুবর্ণচরে আশ্রয়ন প্রকল্পে সন্ত্রাসী হামলা, আহত ৪

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৮ নং মোহাম্মপুর ইউনিয়নের চর উরিয়া গ্রামে অবস্থিত আশ্রয়ন প্রকল্পে হামলা করেছে স্থানীয় সন্ত্রাসীরা এতে নারী পুরুষসহ আহত হয়েছে ৪ জন। আহতরা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগিদের অভিযোগে জানা যায়, সিডিএসপি নির্মানাধীন সরকারি ব্যারাকে দীর্ঘ ৬ মাস ধরে বসবাস করে আসছে একই গ্রামের ভূমিহীন পরিবার জামাল উদ্দিন জায়গাজমি না থাকায় নতুন আশ্রয় প্রকল্প নির্মাণ হলে সেখানেই একটি ঘর পান জামালের পরিবার ৬ মাস ধরে বসবাস করার পর গত ১ মাস ধরে স্থানীয় আব্বাস কেরানী, দুদু সওদাগর, আনা উল্যাহ, শাহজাহান কমান্ডার করিম, জহির সহ অজ্ঞত ২৫/৩০ জনের একদল সন্ত্রাসী গতকাল রাত ৮ টার সময় আশ্রয় প্রকল্পে জামালের ঘরটি জোর পূূর্বক দখল করতে গেলে বাধাঁ দেয় জামাল ও তার পরিবার। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে জামালের স্ত্রী ছুপিয়া খাতুন, মেয়ে রোজিনা আক্তার এবং একই গ্রামের বাহার উদ্দিনের মেয়ে রাহেলা বেগম(১৪) কে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে পরে স্থানিয়রা আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এঘটনায় ভুক্তিভোগিরা একটি মামলা করা প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তারা।

ঘটনার বিষয়ে জানতে চাইলে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) শাহেদ উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এলাকাবাসী জানান, আশ্রয় প্রকল্প নির্মানের পর থেকে স্থানীয় কিছু সন্ত্রাসী মাদক ব্যবসা ও নারী দেহ ব্যাবসা সহ নারী প্রচার করার জন্য তারা আশ্রয় প্রকল্প থেকে অসহায় পরিবার গুলোকে জোর পূূর্বক বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আশ্রয় কল্পের বাসিন্ধারা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।

(এস/এসপি/মে ২০, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test