E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কৃষকের বাইরে ধান ক্রয় করলে কঠোর ব্যবস্থার হুশিয়ারি

২০১৯ মে ২০ ১৬:৪১:৫৫
কৃষকের বাইরে ধান ক্রয় করলে কঠোর ব্যবস্থার হুশিয়ারি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাষ্টার সোমবার সকালে আকস্মিক ভাবে উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন করেন।

কৃষকের ধানের ন্যায্য মৃল্য না পাওয়ায় সারা দেশের গ্রামের ধান চাষী মানুষদের মাঝে সৃষ্টি হয়েছে ক্ষোভ আর হতাশা। সরকারি ভাবে খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযান শুরু হলেও সেখানে ব্যবসায়ীদের প্রাধান্যতা বেশি থাকায় একজন প্রকৃত কৃষক কখনই সরাসরি সরকার নির্ধারিত মূল্যে ধান খাদ্য গুদামে ধান সরবরাহ করতে পারে না।

আর এই কৃষকের স্বার্থ সংশ্লিষ্টতার কথা বিবেচনা করে এবং ধানের ন্যায্য মুল্য প্রাপ্তিতে চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হামিদ মাষ্টার আকস্মিক ভাবে উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন করেন।

খাদ্য গুদাম পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, বিগত বছরে আপনারা কিভাবে ধান, গাম, চাল সংগ্রহ করেছেন সে বিষয়ে জানতে চাইব না। এখন থেকে আর কোন দূর্ণীতি অনিয়ম মেনে নেয়া হবে না। প্রকৃত কৃষকের বাইরে এক ছটাক ধানও সংগ্রহ করা যাবে না। আমি উপজেলা কৃষি কর্মকর্তাকে বলেছি কৃষি কার্ড প্রাপ্ত কৃষকদের তালিকা দিতে। সেই তালিকার বাইরে কোন ব্যবসায়ীর ধান সংগ্রহ করা যাবে না। কৃষকের বাইরে ধান ক্রয় করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করা হবে।

এসময় খাদ্য গুদামের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বেশ কয়েকজন স্থানীয় কৃষক, সাংবাদিক এসময় সেখানে উপস্থিত ছিলেন।

(এস/এসপি/মে ২০, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test