E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

২০১৯ মে ২০ ১৮:০১:৩৫
মাদারীপুরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ট্রাকের ধাক্কায় ভ্যানের যাত্রী লাবনী নামের ৩ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা হানিফ আকন (৩০) ও মা  সোনিয়া আক্তার (২৪) আহত হয়েছে। এ সময় স্থানীয়রা প্রায় এক ঘন্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডে বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল থেকে ফরিদপুরগামী একটি ট্রাক রাস্তার পাশে থাকা একটি ভ্যান গাড়ীকে চাপা দিলে ঘটনাস্থলেই লাবনী মারা যায়।

স্থানীয়রা শিশু ও তার বাবা-মাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুর বাবাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত লাবনী ও তার পরিবারের সদস্যরা মস্তফাপুরে এক আত্মীয়ের বাড়ী বেড়াতে এসেছিলো। সেখান থেকে মিষ্টি কিনে নানাবাড়ী রাজৈর উপজেলার নয়াকান্দি বাজিতপুরে যাচ্ছিলেন। নিহত লাবনীর বাড়ি রাজৈর উপজেলার রাজৈর গ্রামে।

নাম না প্রকাশে স্থানীয়রা অভিযোগ করে বলেন, ‘ঈদকে সামনে রেখে পুলিশ মস্তফাপুর বাসস্ট্যান্ডে ট্রাকসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলে। ট্রাক চালকরা পুলিশের চাঁদার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মাঝে মধ্যে দ্রুতগতিতে গাড়ী চালায়। এ কারণেই আজকের এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে সদর থানার ওসি (তদন্ত) মো. সিরাজুল হক সরদার গিয়ে চাঁদাবাজী বন্ধের ঘোষণা দিলে স্থানীয়রা সড়ক অবরোধ তুলে নেয়।

মাদারীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. সিরাজুল হক সরদার বলেন, বাসস্ট্যান্ডে কোন পুলিশ সদস্য গাড়ী থেকে চাঁদা তুলতে পারবে না। দুর্ঘটনার সময় যান চলাচল কিছুটা সময় বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে।

(এএসএ/এসপি/মে ২০, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test