E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে কর্মশালা 

২০১৯ মে ২১ ১৮:৩৭:২৮
সুবর্ণচরে পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে কর্মশালা 

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনু্ষ্িঠত হয়েছে।

সুবর্ণচর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজনে এবং এমসিএইচ সার্ভিসেস, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ব্যবস্থাপনায়, সোমবার ২১ মে বেলা ১২ টায় সুবর্ণচর উপজেলা হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আবু ওয়াদুদের সভাপতিত্বে এবং সুবর্ণচর প:প: পরিদর্শক মো: আলী রিপনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আব্দুর রউফ, বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী সিভিল সার্জন বিধান চন্দ্র সেন, নোয়াখালী স্থানীয়ন সরকার উপ-পরিচালক মোঃ মাসুদ হোসেন, নোয়াখালী পরিবার পরিকল্পনা উপ-পরিচালক একেএম জহিরুল ইসলাম, সুবর্ণচর উপজেলা ভাইসচেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, সুবর্ণচর উপজেলা প:প: কর্মর্কতা ডাক্তার হাসিনা জাহান ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চরজুবিলী ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী, চরক্লার্ক ইউপি চেয়ারম্যান আবুল বাসার, ২ নং চরবাটা ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোজাম। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৭/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক ব্যাপক আলোচনা করেন ডাক্তার ফাহমিদা সুলতানা ।

বক্তারা বলেন, অপরিকল্পিত ভাবে সন্তান ডেলিভারীর চেষ্টা করলে এতে মা এবং বাচ্চা দুজনেরই প্রানের ঝুকি থাকে, প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে থাকলেও সচেতনতার অভাবে প্রসূতি মায়েরা সেবা নিতে পারেনা। যার ফলে শিশুমৃত্যু সহ গর্ভবতী মায়ের প্রানহানির ঘটনা ঘটে।

(আইইউএস/এসপি/মে ২১, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test