E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ঝুঁকিপূর্ণ ভবনে পুলিশ ক্যাম্প, যে কোন মূহুর্তে দুর্ঘটনার শংঙ্কা

২০১৯ মে ২২ ১৮:৪৮:২৭
বাগেরহাটে ঝুঁকিপূর্ণ ভবনে পুলিশ ক্যাম্প, যে কোন মূহুর্তে দুর্ঘটনার শংঙ্কা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলায় পরিত্যাক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ঝঁকিপূর্ণ ভবনে ১৫ বছর ধরে চলছে ডুমুরিয়ায় পুলিশ ক্যাম্পের কার্যক্রম। এই ক্যাম্পের এক পুলিশ কর্মকর্তাসহ ১১ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যর চরম আতংকের মধ্যে এই ভবনে বসবাস করতে বাধ্য হয়ে দিন কাটাচ্ছেন। বৃষ্টিতে এই ঝঁকিপূর্ন ক্যাম্পে যে কোন সময়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। 

ডুমুরিয়া পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসআই মাহাবুবুর রহমান জানান, জানান, ২০০৩ সালে ৪ উপজেলার সীমান্তবর্তী ডুমুরিয়া এলাকায় চরমপন্থীরা মাথাচাড়া দিয়ে ওঠে। এক সময়ের শান্ত-নিস্তরঙ্গ চিতলমারীর ওই এলাকা মৃতপূরীতে পরিণত হয়। সে সময় আইন-শৃঙ্খলার চরম অবনতি হলে এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার কথা ভেবে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একটি পুরাতন ভবনে পুলিশ ক্যাম্পটি করা হয়। সেই থেকে ওই ক্যাম্পের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্থানীয় মানুষের নিরাপত্তায় কাজ করে আসছে। ১৫ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে চরম আতংকের মধ্যে চলছে পুলিশ ক্যাম্পের কার্যক্রম। জরাজীর্ণ দ্বিতল এ ভবণের পিলার গুলো একেবারে খয়ে গেছে। ছাঁদের পলেস্তরা ঝরে ঝরে মাথায় ও গায়ের উপর পড়ছে। ক্যাম্প ভবনের মধ্যে সার্বক্ষনিক সকলকে নিয়ে আতংকের মধ্যে থাকতে হয়। যে কোন সময় এখানে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় কৃষক তাপস ভক্ত, বিমল মন্ডল, চা দোকানী মনোজ পাল, অনুপ বাড়ই ও ব্যবসায়ী কাকন সরদারসহ অনেকে জানান, পুলিশ ক্যাম্পের পেিশ ঝালডাঙ্গা বাজারের পাশে সরকারী অনেক জায়গা পড়ে আছে। ওখানে সরকারি ভাবে একটি ক্যাম্প ভবন করা হলে আতংক ও ঝুঁকি থাকবে না। ক্যাম্পটি না থাকলে ৪ থানার সীমান্তবর্তী এই এলাকায় আবারও আইন-শৃঙ্খলার চরম অবনতি দেখা দেবে বলেও তারা উল্লেখ করেন।

চিতলমারী থানার পরিদর্শক (ওসি) অনুকুল সরকার জানান, ২০০৩ সাল থেকে একজন এএসআই ও ১০ জন আনসার-ব্যাটেলিয়ান সদস্য দিয়ে এ ক্যাম্প পরিচালিত হয়ে আসছে। বাগেরহাট সদর, ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারীসহ ৪ টি থানার সীমান্তবর্তী স্থানে এ ক্যাম্প অবস্থিত। এ ক্যাম্পের অধীনে মোট জনসংখ্যা ২৬ হাজার ৯৪৫ জন। আয়াতন ১৩ লাখ ৬২ হাজার ৬৮৮ একর। থানা হতে ক্যাম্পের দূরত্ব ২০ কিলোমিটার। এটি একটি গুরুত্বপূর্ণ পুলিশ ক্যাম্প। সেদিক দিয়ে বিবেচনা করলে এখানে অতিদ্রুত একটি সরকারি পুলি ক্যাম্প ভবন নির্মানের দরকার। বিষয়টি গত বছরের ৯ আগষ্টের সভায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভায় এই ক্যাম্পকে পুলিশ তদন্ত কেন্দ্র করার প্রস্তাব ও সিদ্ধান্ত গ্রহন কওে জেলা পুলিশ সুপার বরাবরে আবেদন পাঠানো হয়। পরবর্ত্তীতে আর কোন অগ্রগতি হয়নি।

(এসএকে/এসপি/মে ২২, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test