E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনের আত্মসমর্পণকৃত বনদস্যু বাহিনী প্রধান গ্রেফতার

২০১৯ মে ২৩ ১৮:৪২:৩৭
সুন্দরবনের আত্মসমর্পণকৃত বনদস্যু বাহিনী প্রধান গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি : স্বাভাবকি জীবনে ফিরতে র‌্যাবের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র-গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করা সুন্দরবনের বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শিকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

একটি অস্ত্র মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা থাকায় বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটরে রামপাল উপজেলার শ্রীফলতলা এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে রামপাল থানা পুলিশ।

পুলিশ জানায়, বাগেরহাটের শরণখোলা থানার এ অস্ত্র মামলায় দীর্ঘ দিন ধরে পলাতক ছিল সুন্দরবনের বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শিকারী। আদালত ওই অস্ত্র মামলায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীরের নামে পরোয়ানা জারি করে।

বৃহস্পতিবার দুপুরে শ্রীফলতলা এলাকা থেকে রামপাল থানা পুলিশের এসআই সবুর হোসেন জাহাঙ্গীরকে গ্রেফতার বাগেরহাট আদালতে পাঠায়। স্বাভাবকি জীবনে ফিরতে এক বছর আগে র‌্যাবের মাধ্যমে আত্মসর্মপন করা সুন্দরবনের বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শিকারী রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের আহম্মদ আলীর ছেলে।

(এসএকে/এসপি/মে ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test