E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলের কাঠ ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

২০১৯ মে ২৫ ১৫:০৭:৫৫
নড়াইলের কাঠ ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় কথিত পরকিয়া প্রেমের জের ধরে একজন কাঠ ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ী মোহাম্মদ শেখ উপজেলার চরশালনগর গ্রামের মৃত জহুর শেখের ছেলে। গত শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে লোহাগড়া উপজেলার চরশালনগর গ্রামের দুই সন্তানের জনক প্রেমিক মোহাম্মদ শেখ (৩০) তার কথিত প্রেমিকা উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ডহরপাড়ার আলম ফকিরের স্বামী পরিত্যক্তা মেয়ে সলোকা বেগম (২৬) কে নিয়ে পৌর এলাকার কচুবাড়িয়াস্থ স্বপ্নবিথী পার্কে বেড়াতে আসে। তারা দীর্ঘ সময় পার্কের ভেতরে অবস্থান করে যৌন কাজে লিপ্ত হলে পার্কের রক্ষণাবেক্ষনের দায়িত্বে থাকা একদল কর্মচারী প্রেমিক যুগলকে জিম্মী করে ভয় দেখিয়ে অর্থ দাবি করে। মোহাম্মদ শেখ টাকা দিতে অস্বীকার করলে কর্মচারীরা তাকে বেদম মারধর করে। অবস্থা বেগতিক দেখে মোহাম্মদ শেখ দ্রুত পার্ক থেকে সটকে পড়ে। ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে লোহাগড়া বাজারের প্রবেশ পথে হঠাৎ মোহাম্মদ অসুস্থ্য হয়ে পড়ে।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ-আল-মামুন তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গতকাল শনিবার সকালে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর বিশ্বাস জানান, মোহাম্মদের অপমৃত্যূ নিয়ে শুঞ্জন থাকায় লাশের ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যূর বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় অভিযুক্ত কথিত প্রেমিকা সলোকা, পার্কের কর্মচারী শামীম, তরিকুল ও মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে ওসি জানিয়েছেন।

এদিকে স্বপ্নবিথী পার্কের মালিক সৈয়দ মফিজুর রহমান ঘটনাটি অস্বীকার করেছেন।

(আরএম/এসপি/মে ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test