E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডোবার পানিতে পাওয়া গেল বিপুল পরিমান সরকারি ঔষধ

২০১৯ মে ২৫ ২৩:২০:৩২
ডোবার পানিতে পাওয়া গেল বিপুল পরিমান সরকারি ঔষধ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পাচার করতে না পেরে স্থানীয়দের বাঁধার মুখে সাতক্ষীরা মেডিকেল কলেজ এণ্ড হাসপাতালের বিপুল পরিমান ঔষধ ও ব্যাণ্ডেজ মাটির তলায় পুঁতে ফেলার চেষ্টা করা হয়েছে। শনিবার দুপুরে এসব ঔষধ ও চিকিৎসা সামগ্রী মেডিকেল কলেজ এণ্ড হাসপাতালের পিছনের কিচেনের পাশে মাটি চাপা দেওয়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ এণ্ড হাসপাতালের একটি ভবনের নির্মাণাধীন শ্রমিক সদর উপজেলার আলীপুর গ্রামের সাইফুল ইসলাম ও রফিকুল ইসলাম জানান, শনিবার সকালে হাসপাতালের কয়েকজন কর্মচারি কিচেন রুমের পাশের একটি ডোবায় মাটি দিয়ে চাপা দেওয়া বিপুল পরিমান এন্টিবায়োটিকসহ জীবনদায়ী ঔষধ ও ব্যাণ্ডেজ সরিয়ে অন্যত্র নিয়ে ফেলে দেওয়ার জন্য তাদেরকে বলেন। তারা ওই কাজ করতে পারবেন না বলে স্থানীয়দের খবর দেন।

সরেজমিনে শনিবার দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিছনে কিচেনের দেয়ালের বাইরে যেয়ে দেখা গেছে একটি ডোবার উপর দৃশ্যমান বেশ কিছু পরিমান ব্যাণ্ডেজ যার গায়ে জড়ানো কাগজের উপর লেখা ছিল এক্সরোল, এসেনসিয়াল ড্রাগের ফলিক এসিড, ভিটামিন বি-কমপ্লেক্স এন্টিবায়োটিক এজিথ্রোমাইসিন -৫০০এমজি, এসকেএফ এর কিলম্যাক্স-২৫০এমজি সহ বিভিন্ন জীবনদায়ী ঔষধ।

ওইসব ঔষধের অধিকাংশ স্টিপের উপর ডেট অফ এক্সপেয়ারী হিসেবে ১৯২২ সালের সেপ্টেম্বর লেখা আছে। তবে উপরে দৃশ্যমান ঔষধের কয়েকগুন ঔষধ মাটির নীচে রয়েছে বলে সেখানে উপস্থিত সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাদিকুর রহমানর ছাদিক, পৌর যুবলীগের সভাপতি তুহিনুর রহমান তুহিন, পৌর যুবলীগের সাংগঠণিক সম্পাদক ডাঃ মফিজুর রহমানসহ কয়েকজন।

একটি পাচারকারী চক্র ওই ঔষধ শুক্রবার রাতে বাইরে পাচার করতে না পেরে স্থানীয়দের তাড়া খেয়ে হাসপাতালের পিছনে মাটি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করেছে। ভোরে বৃষ্টি হওয়ায় মাটি বসে যেয়ে ওই ঔষধ বেরিয়ে পড়েছে।

এদিকে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে দরজায় তালা লাগিয়ে সটকে পড়েন হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ শাজাহান আলী।

শনিবার বিকাল তিনটার দিকে জানতে চাইলে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ কাজী হাবিবুর রহমানের সঙ্গে তার মুঠোফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি রিসিভ করেননি।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ শাজাহান আলীকে হাসপাতালে আসার জন্য অনুরোধ করলে তিনি বাসায় চলে গেছেন দাবি করে মুঠো ফোনে বলেন, যদি ওই ধরণের ঔষধ ও চিকিৎসা সামগ্রী পাওয়া যেয়ে থাকে সেটা তার দায়িত্বপাওয়ার আগে অর্থাৎ ১৪/১৫ মাস আগের ঘটনা। বর্তমানে তার স্টোরে ঔষধ ঠিকঠাক রয়েছে।

এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক কেএম মোস্তফা কামাল বলেন, তিনি বিষয়টি নিয়ে মেডিকেল কলেজ এণ্ড হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।

(আরকে/এসপি/মে ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test