E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডোবার পানিতে বিপুল পরিমান সরকারি ঔষধ, দুটি তদন্ত কমিটি গঠন

২০১৯ মে ২৬ ১৮:৪৮:৪৫
ডোবার পানিতে বিপুল পরিমান সরকারি ঔষধ, দুটি তদন্ত কমিটি গঠন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা মেডিকেল কলেজ এণ্ড হাসপাতাল চত্বরে বিপুল পরিমান ঔষধ ও গজ ব্যাণ্ডেজের সন্ধান মেলার ঘটনায় জেলা প্রশাসকের পক্ষে পাঁচ সদস্য ও মেডিকেল কলেজের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠণ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ঔষধের নমুনা সংগ্রহ করে থানায় জিডি করা হয়েছে। সংশ্লিষ্ট জায়গায় আনছার সদস্যরা পাহারায় রয়েছে।

শনিবার বিকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিছনে কিচেনের পাশে মাটির তলায় চাপা দেওয়া হাসপাতালে সরবরাহকৃত এক্সরোল, এসেনসিয়াল ড্রাগের ফলিক এসিড, ভিটামিন বি-কমপ্লেক্স এন্টিবায়োটিক এজিথ্রোমাইসিন -৫০০এমজি, এসকেএফ এর কিলম্যাক্স-২৫০এমজি সহ বিভিন্ন জীবনদায়ী ঔষধ পাওয়া যায়। ওইসব ঔষধের অধিকাংশ স্টিপের উপর ডেট অফ এক্সপেয়ারী হিসেবে ১৯২২ সালের সেপ্টেম্বর লেখা ছিল। একটি পাচারকারি চক্র ওই ঔষধ শুক্রবার রাতে বাইরে পাচার করতে না পেরে স্থানীয়দের তাড়া খেয়ে হাসপাতালের পিছনে মাটি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করেছে এবং ভোরে বৃষ্টি হওয়ায় মাটি বসে যেয়ে ওই ঔষধ বেরিয়ে পড়েছে বলে স্থ্নাীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন।

তবে মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ শাজাহান আলী বলেন, ওই ঔষধ তাদের হাসপাতালের নয়। তবে ওইসব ঔষধ কিভাবে সেখানে রাখা হয়েছে সেটা তার জানা নেই।

এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় তার পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জানকে আহবায়ক ও পুলিশ সুপারের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি, মেডিকেল কলেজ অধ্যক্ষের প্রতিনিধি এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরীকে সদস্য করা হয়েছে।

একইভাবে মেডিকেল কলেজ এণ্ড হাসপাতালের পক্ষ থেকে ডাঃ রুহুল কুদ্দুস, ডাঃ প্রবীর দাস ও ডাঃ আক্তারুজ্জামানকে নিয়ে তিন সদস্য বিশিষ্ঠ কমিটি গঠণ করা হয়েছে। উভয় কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ ঘটনায় ঔষধের নমুনা সংগ্রহ করে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান রোববার থানায় একিটি সাধারণ ডায়েরী করেছেন। তদন্তককাারি টিমের সঙ্গে কথা বলে ঔষধ উদ্ধার করা হবে। আনছার সদস্যরা পড়ে থাকা ঔষধ ও ব্যাণ্ডেজ পাহারা দিচ্ছেন। তবে পাচারকারি চক্রটি তদন্ত শুরু হওয়ার আগেই রাতের আঁধারে ঔই ঔষধ সরিয়ে ফেলতে পারে বলে আশঙ্কা করছেন মেডিকেল কলেজ হাসপাতালের কতিপয় কর্মকর্তা- কর্মচারি।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি সাতক্ষীরা সদর হাসপাতালে সর্বশেষ ঔষধ সরবরাহ করা হয়। চলতি বছরে এ হাসপাতালে ৫০ লাখ টাকার ঔষধ এসেছে বলে মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

(আরকে/এসপি/মে ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test