E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দিনাজপুরে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

২০১৯ মে ২৭ ১৫:৩৮:১৮
দিনাজপুরে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরের বিরলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহতের ঘটনায় বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল ১১ থেকে বেলা ১২টা পর্যন্ত সীমান্তের ধর্মজইন-কাঠালিয়াপাড়ার ৩২১ নং মেইন পিলারের কাছে ঘন্টাব্যাপি এ বৈঠকে ৪২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল গাজী নাহিদুজ্জামান পিএসসি ও ৪১ বিএসএফ কাটাবাড়ী ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল ইউ এন প্রসাদ বৈঠকে নেতৃত্ব দেন।

৪২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল গাজী নাহিদুজ্জামান পিএসসি জানান, বাংলাদেশীকে নির্যাতন ও গুলি চালিয়ে হত্যার ঘটনা বিএসএফ অস্বীকার করলেও আমাদের প্রতিবাদের মুখে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। আমরা ময়না তদন্ত রিপোর্ট পেলে আবারও বৈঠকে বসবো।

উল্লেখ্য, রবিবার (২৬ মে) ভোরে বিরল উপজেলার ধর্মপুর ইউপি’র ধর্মজইন সীমান্তের কাঠালিয়াপাড়া এলাকায় একই ইউপি’র কামদেবপুর (ঈদগাঁহ মোড়) এলাকার মোশাহক আলী ওরফে মশবুল এর ছেলে মোঃ আলম নিহত হয়। নিহত আলম ধর্মজইন এলাকার সীমান্ত ঘেষা পিলার নং ৩২০/১০এস মহেরাতলা নামক স্থানে রাস্তা দিয়ে নিজ বাড়ীতে আসার সময় তাকে লক্ষ্য করে ভারতীয় বিএসএফ গুলি করে বলে স্থানীয়রা জানায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে এলাকাবাসী জানায়। এ ঘটনায় আহত হয়েছেন বনগাঁও গ্রামের লুৎফর রহমানের পুত্র সোহেল রানা (৩০) ও আব্দুল মান্নানের ছেলে ইরফান হোসেন (৩২)।

(এস/এসপি/মে ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test