E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরিয়াল ব্রেক করে রোগী না দেখায় নারী চিকিৎসক লাঞ্চিত

২০১৯ মে ২৭ ১৭:১৬:৩৭
সিরিয়াল ব্রেক করে রোগী না দেখায় নারী চিকিৎসক লাঞ্চিত

জামালপুর প্রতিনিধি : সিরিয়াল ব্রেক করে রোগী না দেখায় রোগীর স্বজন অশ্লিল ভাষায় গালিগালাজ করে লাঞ্চিত করেছে এক নারী চিকিৎসককে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ খবর হাসপাতালের ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়রা আধ ঘন্টা স্বাস্থ্যসেবা বন্ধ রেখে চিকিৎসক লাঞ্চনাকারী তারা মিয়া (৪০) কে গ্রেফতারের দাবী জানিয়ে প্রতিবাদমুখর হয়ে উঠে।

হুমকীদানকারী তারা মিয়া মেলান্দহ উপজেলার গোয়ালপাড়ার বাসিন্দা।

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়, সোবার সকাল ১০টায় বর্হি বিভাগে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার চিকিৎসক শিখা খাতুন রোগী দেখার সময় সিরিয়াল ব্রেক করে তারা মিয়া নামে এক ব্যক্তি রোগী নিয়ে দেখতে বলেন। রোগী দেখতে অপরাগতা প্রকাশ করে একটু দাঁড়াতে বলেন। তারা মিয়া ক্ষিপ্ত হয়ে চিকিৎসক শিখা খাতুনকে অশ্লিল ভাষায় গালিগালাজ করে লাঞ্চিতের এক পর্যায়ে ৫/৬জন লাঠি নিয়ে মারতে চেষ্টা করে। অন্যন্য চিকিৎসক নার্স ও ওয়ার্ডবয়রা এগিয়ে এসে চিকিৎসক শিখা খাতুনকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছলে লাঞ্চনাকারীরা পালিয়ে যান।।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আহসান হাবিব বলেন, এতোই খারাপ মানুষ। ওই কক্ষে তাঁকে অশ্লিলভাষায় গালিগালাজের একপর্যায়ে লাঠিসোটা নিয়ে মারার চেষ্টা করেন। এ ঘটনায় থানায় মৌখিকভাবে জানানো হয়েছে। আমরা চিকিৎসকরা মিটিংয়ের পর থানায় এজাহার দায়ের করা হবে।

মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) নীলকমল চক্রবর্তী বলেন, অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যেই তাদের গ্রেপ্তার করা হবে।

(আরআর/এসপি/মে ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test