E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সিরাজদিখানে ইউপি সদস্যের ওপর হামলা

২০১৯ মে ২৭ ১৭:৩২:২৬
সিরাজদিখানে ইউপি সদস্যের ওপর হামলা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ সিরাজদিখানে এক ইউপি সদস্যের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বেধরক মারধর করে হাত ও পা নিলা ফুলা করে দিয়েছে প্রতিপক্ষ। 

চিকিৎসার জন্য ওই ইউপি সদস্য ও তার স্ত্রীকে প্রথমে সিরাজদিখান পরে ইছাপুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে গতকাল সোমবার দুপুরে দিকে সিরাজদিখান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ইউপি সদস্যে আওরাদ হোসেনর কাছ থেকে, এলাকা ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার লতব্দী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য মোঃ আওলাদ হোসেন (৪২) একই গ্রামের মোঃ আক্কাস আলী মোল্লার মেয়ে বালুচর মেধা বিকাশ একাডেমীর অষ্টম শ্রেনীর ছাত্রী খাদিজা আক্তার বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যেয়ে নিখোঁজ হলে গত ২৬ মে ইউপি সদস্য আওলাদ হোসেন কে সংঙ্ঘে নিয়ে মোঃ আক্কাস আলী সিরাজদিখান থানায় একটি সাধারণ ডাইরী করেন।

ডাইরী করার জের ধরে গত রোববার সন্ধ্যায় ইফতাররি দশ মিনিটি পূর্বে মোঃ কাশেমের নেতৃত্বে ৮/১০জন দেশীয় অস্ত্র নিয়ে ওই ইউপি সদস্য ও তার পরিবারের উপর হামলা চালায়। একপর্যায়ে তার স্ত্রী রেহেনা বেগমকে(৩৬) বেধরক মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত নিলাফুলা জখম করে । পরে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় ওই ইউপি সদস্য ও তার স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এব্যাপারে লতব্দী ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আওলাদ হোসেন গতকাল সোমবার ৮জনকে আসামী করে সিরাজদিখান থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি মোঃ ফরিদউদ্দিন বলেন, ইউপি সদস্যের উপর হামলার অবিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহন করা হবে।

(এসডিআর/এসপি/মে ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test