E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরগঞ্জে ধান উৎপাদন ১ লাখ মেট্রিকটন, ক্রয় হচ্ছে ৫৯৫ মে. টন

২০১৯ মে ২৭ ১৭:৪৫:৩৩
ঈশ্বরগঞ্জে ধান উৎপাদন ১ লাখ মেট্রিকটন, ক্রয় হচ্ছে ৫৯৫ মে. টন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চলতি বোরো মৌসুমে ১ লাখ মে. টন ধান উৎপাদন হয়েছে। 

কৃষি বিভাগের তথ্য সূত্রে জানা যায় ২০১৪ সালের জরিপের ভিত্তিতে উপজেলার ১১ ইউনিয়ন ও পৌর এলাকায় ৭৮ হাজার কৃষক রয়েছে। ওই কৃষকের মাঝে সোমবার আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ চত্বরে লটারীর মাধ্যমে ধান ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে রুমানা তুয়া।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এইচ এম কামরুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা টিটুন বিশ্বাস, ভ্যাটেনারী সার্জন অমিত দত্ত প্রমুখ। উপজেলা খাদ্য বিভাগ জানায় চলতি মৌসুমে এ উপজেলায় ৫’শ ৯৫মে.টন ধান ক্রয় করা হবে। প্রথম দিনে আঠারবাড়ী, সরিষা, জাটিয়া ও সরিষা ইউনিয়নে ১’শ ৭৭জন কৃষকের নিকট থেকে ২’শ৪ মে.টন ধান ক্রয় করা হয়।

(এন/এসপি/মে ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test