E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুজানগরে কৃষকের বাড়ীতে বাড়ীতে গিয়ে ধান ও চাউল সংগ্রহ করছেন ফিরোজ এমপি

২০১৯ মে ২৯ ১৮:৫৬:০২
সুজানগরে কৃষকের বাড়ীতে বাড়ীতে গিয়ে ধান ও চাউল সংগ্রহ করছেন ফিরোজ এমপি

সুজানগর (পাবনা) প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গুনগত মান বজায় রেখে সরকারী নীতিমালা অনুযায়ী ধান ও চাউল ক্রয় করা হচ্ছে পাবনা সুজানগর উপজেলায় বুধবার গ্রামে গ্রামে প্রান্তিক কৃষকের বাড়ীতে গিয়ে ন্যায্য মূল্যে ধান ও চাউল সংগ্রহ কালে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এ কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে “কৃষক বাঁচলে বাঁচবে দেশ” এই শ্লোগান সামনে রেখে এ উপজেলার কৃষকের বাড়ীতে বাড়ীতে গিয়ে পরিক্ষা ও যাচাই বাছাই করে ধান ও চাউল সংগ্রহ করছি।

উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন বলেন প্রান্তিক কৃষকদের বাড়ীতে বাড়ীতে গিয়ে ধান সংগ্রহ করে, তাদের কে ধান উৎপাদনে উৎসাহ করার লক্ষে ধান ও চাউল ক্রয় করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, আমিন উদ্দিন, কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা আ.লীগের উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম মন্ডল প্রমুখ।

(এস/এসপি/মে ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test